মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে : ফয়জুল করিম

গোলটেবিল বৈঠকে মুফতি ফয়জুল করিম। ছবি : কালবেলা
গোলটেবিল বৈঠকে মুফতি ফয়জুল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রধান নির্বাচন কমিশনসহ নির্বাচন কমিশনের পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে। আমি বলেছি অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনের বিচার করতে না পারলেও তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করা হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘আগামীর বাংলাদেশ- যুবসমাজের প্রত্যাশা’-শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

সেখানে মুফতি ফয়জুল করিম বলেন, বিগত বাংলাদেশ কেমন ছিল এর ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে? গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছে তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেনি। এখানে মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ।

সুপ্রিমকোর্টের সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগ করাকে আপনি কী ভাববেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দায়িত্বশীলরা পদত্যাগ করাকে কী বলা যাবে? অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন হবে? ৫ আগস্টের পর যে চাঁদাবাজ, দখলদারিত্ব চালিয়েছে তাদের ক্ষমতায় আনলে কী হবে? দেশের সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভাষ্য অনুযায়ী এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি। ইসলাম আসলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে নিচের থেকে উপরের পর্যায়ে মানুষের অধিকার ও নিরাপত্তা থাকবে। গরিব দেশের ডিসি, এসপির পেছনে যে অর্থ ব্যয় হয়, তাতে তারা মনে করে দেশ গরিব নেই। আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি।

বাজেটের বৃহৎ অর্থ যায় রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতার পেছনে। বাজেটের অর্থ জনগনের কল্যাণে কম অর্থ ব্যয় হয়। আদর্শ ও নীতি অনুযায়ী আমরা চললে বাংলাদেশ হবে শ্রেষ্ঠ দেশ।

আমার দেশের মেধাবীদের মর্যাদা দেওয়া হয় না। ক্যামব্রিজ ও অক্সফোর্ড এ বাংলাদেশের ছেলেরা ভালো রেজাল্ট করে। আজকের মিথ্যা মামলা, চাঁদাবাজি, জুলুম অত্যাচার হোক তা আমি চাই না। আওয়ামী লীগ করার কারণে নিরপরাধ কারো নামে মিথ্যা মামলা হোক তা চাই না।

সাধারণ জনগণের চেয়ে সরকারী কর্মচারীরা কোনোভাবে অতিরিক্ত কিছু পেতে পারবে না। বিধবা, মিসকিন এতিমদের কোনো টাকার অপচয় হোক এটা আমরা চাই না। পিআর সিস্টেম এ নির্বাচন করলে ভালো কিছু মানুষ রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে। যারা চুরি করেছে তাদের রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে।

ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. নেছার উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকীর পরিচালনায় গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে আলোচনা করেন মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ড. ফায়জুল হক, অর্থনীতি গবেষক আবদুল্লাহ মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার আহসান তারেক, বিকল্প যুব ধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাইমেন ফারুকী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১০

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১১

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১২

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৩

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৬

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৭

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৮

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

১৯

তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস

২০
X