ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জের ঘোপাল ইউনিয়নে বন্যার্তদের জন্য দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে গত দুদিন যাবৎ মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা এবং রোগীদের ফ্রি ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনে বিএনপির প্রধান সমম্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে আরও উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা মজুমদার, সদস্য সচিব হুমায়ন কবির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য ফয়েজ আহমেদ ভুইয়া।
এছাড়া ছাগলনাইয়া উপজেলা ও ঘোপাল ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন