চলমান ১ দফা আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগ-পুলিশের যৌথ হামলার প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’ সোমবার রাজধানীতে আবারও বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলটি সকাল সাড়ে ১১টায় বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রম ভবন চত্বরে এসে পথসভায় মিলিত হয়। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক।
পথসভার বক্তব্যে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গণতন্ত্রের মানসকন্যার রূপ ধারণ করে ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে আওয়ামী লীগ সভানেত্রী স্বৈরতন্ত্রের রাজকন্যা হয়ে বসেছেন। ব্রিটিশরা যেমন বন্ধু বণিক সেজে এসে আমাদের দেশ দখল করেছিল- শেখ হাসিনার ভূমিকাও আজ যেন একই রকম। জনগণের বাক্ স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে দেশে এখন আওয়ামী সিন্ডিকেট চলছে।
তিনি বলেন, আমরা দেখেছি মার্কিন ভিসা নীতি ঘোষণার পর পুলিশ কিছুটা গুটিয়ে গেলে সরকার ছাত্রলীগ, যুবলীগ দিয়ে পাল্টা সমাবেশ-কর্মসূচি দিয়ে বিরোধীদলকে মোকাবিলা করার চেষ্টা করছে। কিন্তু গত এক মাসে তাদের প্রত্যেকটি সভা সমাবেশ ফ্লপ করার পর তারা দিশাহারা।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন, সারা দেশে যেভাবে এক দফার দাবিতে গণআন্দোলন হচ্ছে, তা থেকে এই অনির্বাচিত সরকারের রেহাই হবে না। তাই সময় থাকতে গদি ছাড়ুন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। পুলিশ-ছাত্রলীগ দিয়ে লাঠিপেটা করে আপনার শেষ রক্ষা হবে না।
সংক্ষিপ্ত পথসভা ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, কেন্দ্রীয় নেতা আব্দুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেইন, গাজীপুর মহানগরীর আহ্বায়ক প্রকৌশলী আলমগীর হোসেন, আখতার হোসেন, যুবনেতা শাহাদাত উল্লাহ টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী নাসির, আব্দুল হালিম খোকন, ফিরোজ কবীর, শফিউল বাশার, গুলজার আহমেদ, মোহাম্মদ সেলিম, নারী নেত্রী শাহনুর আক্তার শীলা, প্রকৌশলী গাজী সাবের, ছাত্রনেতা মোহাম্মদ প্রিন্স প্রমুখ।
মন্তব্য করুন