২০২২ পঞ্জিকা বছরে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৬৯ টাকা। ব্যয় শেষে উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা।
সোমবার (৩১ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন ইসিতে হিসাব দাখিলের পর দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন : বিএনপির আয় ৫ কোটি টাকা, ব্যয় ৩ কোটি
তিনি বলেন, দলের মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য ফরম, সংসদ সদস্যদের চাঁদা, জাতীয় পরিষদ সদস্য ও অনুদান থেকে এ আয় হয়। আর কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতা, দলের সভাসমাবেশ, অফিস ভাড়া ও প্রচার-প্রচারণায় এ ব্যয় হয়।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান।
মন্তব্য করুন