ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি জানিয়েছে তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে কয়লা খনিসহ অপ্রয়োজনীয় ক্ষতিকর প্রকল্পগুলো বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। একই দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তারা বলেন, ১৮ বছর পেরিয়ে গেলেও সেই ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। ৬ দফা ফুলবাড়ী সমঝোতা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং এশিয়া এনার্জির মতো জালিয়াত কোম্পানিকে দেশ থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে।
সোমবার (২৬ আগস্ট) ফুলবাড়ী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব দাবি জানানো হয়।
এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফুলবাড়ী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশ জাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, গ্রিন ভয়েজসহ বিভিন্ন ছাত্র-যুব ও সাংস্কৃতিক সংগঠন।
মন্তব্য করুন