তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে একটি ক্রান্তিকাল চলছে। দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। এই যে রাজনীতির নামে মানুষ পোড়ানো, গাড়িঘোড়া পোড়ানো এবং নিজেদের স্বার্থে বিশ্ব বেনিয়াদের হাতে দেশকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এটার বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। তাহলে অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হবে।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. সামশুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএফইউজে'র সহ সভাপতি শহীদুল আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আরও পড়ুন : সমাবেশে ছিলেন, বোনের বিয়েতে থাকা হয়নি ছাত্রলীগ সভাপতির
অনুষ্ঠানে ৪২ জন সাংবাদিককে ৩৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন