গতকাল শনিবার বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতা-কর্মীকে পুলিশ ও সরকারদলীয় লোকজনের দ্বারা আহত হয়েছেন এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গতকাল শনিবারের অবস্থান কর্মসূচিতে অবৈধ সরকারের পেটোয়া বাহিনী ও সন্ত্রাসী কর্মীবাহিনীর হামলায় ছাত্রদলের আহত নেতাকর্মীরা হলেন- পুলিশি হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি মো. করিম প্রধান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক জকির উদ্দিন আবির, কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বায়েজিদ হুসাইন, মেহেদী হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামসুদ্দিন, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফকির মোঃ ইব্রাহিম, সদস্য মাকসুদা মনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারিকসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।
এছাড়া গ্রেপ্তার হয়েছেন- গাবতলী থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল হাশেম, ঢাকা মহানগর পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক রবিন খান, উত্তরা পশ্চিম থানার ছাত্রনেতা এহসানুল হক শান্ত, গাজীপুর মহানগরের মেট্রো থানার ছাত্রনেতা মোঃ আসিফ রহমান মুহিত, ছাত্রনেতা মোঃ ফয়সাল, রূপক ইসলাম, মানিক সিরাজ, মোঃ রাব্বি, রায়হান ইসলাম, নাজিম হাওলাদার, মীর আল আমিন, ওয়াসিম উদ্দিন, ফারিয়ান ইসলাম ফাহিম, আরজু সাকলাইন, শেখ আহাদ আকবর, জুবায়ের আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন