কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও হাসপাতালে আমান

হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে আমানউল্লাহ আমান ফেসবুক লাইভে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে আমানউল্লাহ আমান ফেসবুক লাইভে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গাবতলী থেকে আটক বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ছাড়া পেয়েছেন। বর্তমানে তিনি বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) সকালে আমানকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর পুলিশি হেফাজতে আমানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেলে আমান হাসপাতাল থেকে স্বেচ্ছায় চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমানের সহকারী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে যান।

এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুস আর ফুলের তোড়া তুলে দেন এপিএস-২।

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমান উল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমান উল্লাহ প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলীতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি করছিল আওয়ামী লীগ ও বিএনপি। এ সময় দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ধস্তাধস্তি হয়। পরে আমান উল্লাহ আমান অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। তখন পুলিশ তাকে সেখান থেকে গাড়িতে তুলে নিয়ে যায়।

এ সময় আমানের আশপাশে থাকা বিএনপির অন্তত ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বগুড়ায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, সব পুড়ে ছাই

কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধীদের অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

কৃষককে পেটানো যুবদলের সেই দুই নেতা বহিষ্কার

ফুলকপি-মুলার কেজি ২ টাকা, সবজি নিয়ে কৃষকের কান্না

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ 

রাজশাহীতে বাসা থেকে নারী চিকিৎসককে অপহরণ

ফেনীতে সব ধরনের ডিজিটাল বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ

শেষ হলো ঢাবি-বণিক বার্তার অষ্টম নন-ফিকশন বইমেলা

বড় জয়ে বিপিএল শুরু রংপুরের

১০

ঐক্যের বন্ধন মজবুত করতে হবে : ধর্ম উপদেষ্টা

১১

নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না : আমীর খসরু

১২

সরকারি চাকরির আবেদন ফি পুনর্নির্ধারণ

১৩

জলাবদ্ধতা নিরসনে সবগুলো খাল খনন করা প্রয়োজন : চসিক মেয়র

১৪

আলো ছড়াচ্ছে মনিরামপুরের খামারবাড়ী পাবলিক লাইব্রেরি

১৫

তেল কম দেওয়ায় আ.লীগ নেতার ফিলিং স্টেশনকে জরিমানা

১৬

ম্যাচসেরার পুরস্কার অসুস্থ ছেলেকে উৎসর্গ মাহমুদউল্লাহর

১৭

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের

১৮

পিলখানা হত‍্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে : ড. ইউনূস

১৯

পারিশ্রমিক আতঙ্কের সমাধান ‘বিসিবি’!

২০
X