মঙ্গলবার এক নির্বাহী আদেশে সরকার ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করেছে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস।
বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়েছে, ১৫ আগস্ট এর ছুটিকে কেন্দ্র করে প্রতিবছর রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থের অপচয় হতো। এই দিনটিকে কেন্দ্র করে বর্তমানে দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শত শত ছাত্র-জনতার খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের লক্ষ্যে যারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ছাত্র-জনতা আবারও তা রুখে দিবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এই সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা ৫ আগস্ট স্বৈরাচার-ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।
মন্তব্য করুন