রাজধানীর মাতুয়াইলে সড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টার পর মাতুয়াইল মেডিকেলের সামনে সড়কে অবস্থান নেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার মাতুয়াইল মেডিকেলের সামনে ও শনির আখড়ায় প্রথম সড়ক অবরোধ করেছে বিএনপি। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএনপি নেতাকর্মীরা মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থান নেন। আর মাতুয়াইল মেডিকেলের সামনে সড়কে অবস্থান নেয় যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার মহাসমাবেশ থেকে ঘোষিত অবস্থান কর্মসূচি পালনে দলটির নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে নামেন। তবে তাদের আগে থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। পুলিশ-আনসারের পাশাপাশি সড়কে ‘সতর্ক’ পাহারায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
এদিকে রাজধানীর বাবুবাজার ব্রিজের প্রবেশমুখে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা।
মন্তব্য করুন