বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করেছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। রোববার (১১ আগস্ট) আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে যান সেলিম উদ্দিন।
তিনি রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
ঢাকা উত্তর জামায়াতের মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, চলমান ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
আতাউর রহমান আরও জানান, তিনি (সেলিম উদ্দিন) আহতদের চিকিৎসার খোঁজখবর নেন, পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
এ সময় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন