বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (কোটা আন্দোলন) দশম শ্রেণির ছাত্র নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকার শহীদ আদিল (১৭)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১০ আগস্ট) শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় আদিলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দীন আহমদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনুল হক, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি জাকির হোসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিব, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ ঢাকা মহানগরী দক্ষিণ ও নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতারা।
মন্তব্য করুন