বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগকে সারা দেশের মানুষ অনাস্থা দিয়েছে। এরা আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে অনেক বাধা দিয়েছে। কিন্তু ঠেকাতে পারে নাই। ঢাকায় যাতে আমরা সমাবেশ করতে না পারি সেজন্য অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু জনগণের শক্তির কাছে তারা মাথা নত করেছে।
আরও পড়ুন : রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচির ঘোষণা ১২ দলীয় জোটের
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে এ সব কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঈন খান বলেন, জনগণের রাজনীতির কাছে বাকশালি শক্তি টিকতে পারে না। পুলিশ দিয়ে, জলকামান নিয়ে মানুষকে দমাতে পারবে না। এখনো সময় আছে জনগণের অধিকার ফিরিয়ে দেন। অতীতেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, টিকতে পারেন নাই। এবারও পারবেন না। দেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো এটা আজ আমাদের প্রতিটি নেতাকর্মীদের প্রত্যয়।
আজ ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন। যদিও তাদের অভিযোগ রয়েছে, ঢাকার প্রবেশমুখে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই বাধা উপেক্ষা করেই হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা।
আরও পড়ুন : অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত : নাছিম
এদিকে, একই সময়ে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে দলটি। সেখানেও জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী। রাজনৈতিক এই দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ঢাকার প্রবেশমুখে বসানো হয়েছিল চেকপোস্ট। এ ছাড়াও নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।
মন্তব্য করুন