কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১০:১৮ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

আজ বিএনপির সঙ্গে মাঠে থাকছে আরও ৩৭ দল

আজ বিএনপির সঙ্গে মাঠে থাকছে আরও ৩৭ দল

ভেন্যু নিয়ে বুধবার দিনভর আলোচনার পর মহাসমাবেশের কর্মসূচি এক দিন পিছিয়ে শুক্রবার নির্ধারণ করে বিএনপি। নয়াপল্টনেই মহাসমাবেশের ঘোষণা দেন দলের নেতারা। বিএনপির মহাসমাবেশ হবে শুরু হবে দুপুর ২টায়। সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরীক আরও ৩৭ দল। রাজধানীর ১১টি স্থানে সমাবেশ করবে এসব রাজনৈতিক দল।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এসব সমাবেশ থেকে আমলা ও পুলিশ প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। এক্ষেত্রে অভিন্ন বক্তব্য দেবে সমমনা সব দল ও জোট।

বিকাল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য রাখবেন মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন : হেঁটে ও বাসে ঢাকায় আসছেন দুদলের কর্মীরা

একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট। ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন, এ জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

বেলা ৩টায় পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট ড. অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

বিকাল ৩টায় গণফোরাম চত্বরে যৌথভাবে মহাসমাবেশ করবে গণফোরামের একাংশ ও বাংলাদেশ পিপলস পার্টি। এতে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সদরার চাখারী, মহাসচিব আবদুল কাদের প্রমুখ।

আরও পড়ুন : বিএনপিকে দুই পরামর্শ দিয়েছে পশ্চিমারা

বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বিকাল ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

এছাড়া যুগপৎ আন্দোলনে নতুন যুক্ত হওয়া ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনও সমাবশে করবে বিকাল সাড়ে ৩টায় মালিবাগ মোড়ের দলীয় কার্যালয়ের সামনে। বিকাল সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি।

এর আগে সকাল ১০টা থেকেই শুরু কিছু সমাবেশ। এরমধ্যে সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের আন্দোলন চত্বরে সমাবেশ ইসলামী আন্দোলনের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্যজোটের। বেলা ১১টায় বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ জাতীয়তাবাদী সমমনা জোটের।

বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে সকাল ১১টায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনও সমাবেশ করবে রাজধানীতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালাতো বোনের বিয়ে খেতে এলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

পাল পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের

সারা দেশে জাহাজ ধর্মঘট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

সাতক্ষীরায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতের আগুনে পুড়ছে শিশুরা

ক্ষতিগ্রস্ত ক্রীড়া মন্ত্রণালয়, কোথায় অফিস করবেন আসিফ মাহমুদরা?

ছোট ভাইয়ের বিয়েতে বর সেজে গেলেন বড় ভাই, অতঃপর...

১০

সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সমুদ্রে জাহাজ বিকল

১১

বিপিএল উত্তাপে আলোচনায় সাকিব

১২

‘অপরাধীদের প্রতি কোনো ক্রমেই নমনীয় হবে না পুলিশ’

১৩

অপশক্তির প্ররোচনায় সচিবালয়ে অগ্নিকাণ্ড, বাসার নিন্দা ও প্রতিবাদ

১৪

এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা

১৫

‘ভারত বাংলাদেশকে একটি নতাজানু দেশ হিসেবে দেখতে চায়’

১৬

চাঁদা না পেয়ে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৭

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার ৫৩ বছরেও ঘটেনি : চরমোনাইর পীর

১৮

সারজিসের বিরুদ্ধে সমন্বয়ক মিতুর শ্লীলতাহানির অভিযোগ দাবিতে ভুয়া ভিডিও

১৯

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

২০
X