নানা জল্পনা শেষে আজ মহাসমাবেশ করবে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে শুরু হবে সমাবেশ। সমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
মহাসমাবেশ উপলক্ষে রাতেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যায়। সে সময়ও বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। আজ ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসছেন নেতাকর্মীরা।
আরও পড়ুন : ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি-আ.লীগ
এ ছাড়া ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসছে। যদিও তাদের অভিযোগ রয়েছে ঢাকার প্রবেশমুখে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। সেই বাধা উপেক্ষা করে হেঁটে হেঁটে তারা নয়াপল্টনে জড়ো হচ্ছেন।
বগুড়া থেকে আসা বিএনপির এক কর্মী বলেন, আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না।
আরেক ছাত্রদল কর্মী বলেন, একদফা কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরব।
এদিকে আজ শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। রাজধানীর বায়তুল মোাকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে তারা। রাজনৈতিক এই দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন : সহিংসতা হলে কঠোর হবে সরকার
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের অনুমতি দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মন্তব্য করুন