কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ করার প্রতিবাদে শিবিরের বিবৃতি

শিবিরের লোগো। ছবি : সংগৃহীত
শিবিরের লোগো। ছবি : সংগৃহীত

আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় বৈঠকে বংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বেআইনি ও এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যৌথ এ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি আদর্শিক, সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রচলিত সংবিধান মেনে শান্তিপূর্ণ উপায়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে, ইনশাআল্লাহ। জাতীয় উন্নয়ন-অগ্রগতি ও ছাত্রবান্ধব সংগঠন হিসেবে দেশের ছাত্রসমাজ ও আপামর জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এ সংগঠন। সুতরাং ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার যে আওয়ামী সিদ্ধান্ত তা সম্পূর্ণ বেআইনি, জাতি বিধ্বংসী, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থি। একই সঙ্গে এটা ছাত্রসমাজের সঙ্গে স্রেফ প্রহসন ছাড়া আর কিছুই নয়। আমরা তাদের এই হঠকারি ও এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে অবৈধ সরকার আজ দিশাহারা। তারা এই আন্দোলনে শিক্ষার্থী ও জনসাধারণের ওপর গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এমন পাশবিক গণহত্যার নজির পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দেশের সব শ্রেণিপেশার মানুষ ও বিশ্ববিবেক তাদের এই গণহত্যার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণের দৃষ্টি ও প্রেক্ষাপট ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকার শুরু থেকেই ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের ওপর ক্রমাগত দোষারোপ করে যাচ্ছে। তাদের এই অপপ্রচার জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা না পেলে তারা এবার ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাদের হঠকারি সিদ্ধান্ত গণমানুষের ইচ্ছার প্রতিফলন নয়। এটা দেশকে পর্যায়ক্রমে একনায়কতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার শামিল।

এতে আরও বলা হয়, গণভবন কোনো রাজনৈতিক কার্যালয় নয়। এটি জনগণের টেক্সের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান। অথচ সেটাকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করে সেখানে বসে আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দল অন্য একটি বৈধ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিচ্ছে, এটা নিতান্তই হাস্যকর। কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। এটা সংবিধান পরিপন্থি। একটি দল আর একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সংস্কৃতি কোনো গণতান্ত্রিক দেশের নিয়ম হতে পারে না। স্পষ্টতই এটা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। এটা একটি গণতান্ত্রিক দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। দেশবাসী তাদের এই বেআইনি, আত্মঘাতী ও হঠকারি সিদ্ধান্ত মেনে নেবে না।

ছাত্রশিবিরকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রসমাজসহ দেশের সব মানুষ এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন। তারা বলেন, সত্য ও সুন্দরের পথে ছাত্রশিবিরের যে পথচলা তা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নাম থেকে যেভাবে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়

ফ্যাসিস্ট সরকারের দোসর প্রকাশকদের কালো তালিকার দাবি

এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্ড পেল এআইইউবি

ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

রাশিয়ায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জরিমানার মুখে গুগল

আ.লীগ নব্য বিএনপি হয়ে অপকর্ম করছে : আমিনুল হক

‘রাজনীতি ছিল রাজার নীতি, আ.লীগ বানিয়েছিল দুর্নীতির নীতি’

নেপালকে হারিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

পুতুল নয়, ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় সরকার : প্রেস উইং

নিজেদের অন্যায় কাজে সম্পৃক্ত করবেন না : নয়ন

১০

এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই : জামাল হায়দার  

১১

শাবিতে ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন, পাওয়া যাবে বিনামূল্যে সেবা

১২

ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন দু-একদিনের মধ্যে : প্রেস সচিব

১৩

ভারতে যাওয়ার সময় শ্রীমঙ্গলের ইউপি সদস্য আটক

১৪

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয় : ভলকার

১৫

পাবনায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের মতবিনিময়

১৬

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ বৃহস্পতিবার

১৭

উত্তরার সন্ত্রাসী আলতাফসহ ১৪ জন গ্রেপ্তার

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫৪

১৯

বিমানবাহিনী প্রধানের শাহজালাল বিমানবন্দর পরিদর্শন

২০
X