কোটাবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেছেন, রায়ের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় হয়েছে।
রায়ের পর গত রোববার (২১ জুলাই) কালবেলাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি বিশ্বাস করি রায়ের পরিপ্রেক্ষিতে দেশ ও জাতীয় সম্পদ রক্ষা হবে। এ ছাড়া দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি রক্ষায় ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষাঙ্গনে ফিরে যাবে। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, কোটাবিরোধীদের আট দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোটা সংস্কার। এ জায়গায় দাঁড়িয়ে বিবেচনা করলে ছাত্রদের প্রধান দাবি পূরণ হয়েছে। চাকরির কোটায় বৈষম্যের বিলুপ্তি ঘটেছে। ছাত্ররা সবই পেয়েছে।
ছাত্রদের অন্য দাবিগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে আশা প্রকাশ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা সামনের দিনগুলোতে অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
মন্তব্য করুন