বিশিষ্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৮ জুলাই) তাকে আদালতে তোলা হয়েছে।
ডা. সায়ন্থর ভাই অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, থানা থেকে বেলা ১১টায় তাকে পুরান ঢাকায় অবস্থিত আদালতে নিয়ে আসা হয়েছে। দুপুর ১টার দিকে তাকে কোর্টে তোলা হবে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। আদালতের হাজত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসন এ তথ্য জানিয়েছেন।
ডা. সায়ন্থর কোনো দলীয় পদ না থাকলেও বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে তিনি পরিচিত।
মন্তব্য করুন