ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি ক্যাম্পাসে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
বুধবার (১৮ জুলাই) সংগঠনের প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত। কিন্তু শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
নেতৃদ্বয় বলেন, গত দুদিনে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
মন্তব্য করুন