কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির হাইকমান্ডের সঙ্গে মিডিয়া সেলের মতবিনিময়

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন দলের মিডিয়া সেলের সদস্যরা। ছবি : কালবেলা
তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন দলের মিডিয়া সেলের সদস্যরা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন দলের মিডিয়া সেলের সদস্যরা। মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে সভায় সেলের সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য মোছা. শাম্মী আক্তার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আলী মামুদ, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, মাহমুদা হাবীবা ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর ২০২২ সালের ২০ জুন জহির উদ্দিন স্বপনকে আহ্বায়ক এবং শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে সদস্য সচিব করে দলের মিডিয়া সেল গঠন করা হয়। গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর গুলশান থেকে স্বপনকে আটক করে পুলিশ। এরপর সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে গত ১৫ জুন ডা. পাভেলকে মিডিয়া সেলের পূর্ণাঙ্গ আহ্বায়ক করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই দেশ-বিদেশের সব গণমাধ্যম ও সাধারণ জনগণের মাঝে বিএনপির আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সহজবোধ্য, আকর্ষণীয় ও গঠনমূলক প্রচারণা; গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের স্বপক্ষে জনমত গঠনে ভূমিকা, দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচির সরাসরি প্রচারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে দলের মিডিয়া সেল।

এরই ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির যৌক্তিকতাসহ ব্যাপক প্রচারণা, বিশ্লেষণ ও প্রয়োজনীয়তা সহজবোধ্যভাবে সর্বস্তরে উপস্থাপনে কাজ করছে মিডিয়া সেল। এ ছাড়া পত্র-পত্রিকায় নিবন্ধ রচনা, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী জাতীয়তাবাদের আদর্শ সমর্থনকারীদের মাঝে সমন্বয় সাধন ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনা, দল ও দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা অপপ্রচারের বিপরীতে যুক্তিসংগত ও সঠিক তথ্য উপস্থাপনায়ও সহায়তা করছে। কাজ করছে গবেষণাধর্মী কার্যপত্র প্রণয়ন, উপস্থাপনা ও প্রচারণার ক্ষেত্রেও।

বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাংগঠনিক তথ্যাদির হালনাগাদ সংরক্ষণ, সব প্রচারপত্র, পুস্তিকা, গবেষণা কর্ম, দেশি-বিদেশি প্রচার মাধ্যমে প্রকাশিত সংবাদ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবর্তমান সব ঘটনা ও প্রতিক্রিয়ার ডায়নামিক ডিজিটাল সংরক্ষণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে দলীয় হাইকমান্ডের ব্যবহার উপযোগী ডায়নামিক ডিজিটাল তথ্যভাণ্ডার সৃষ্টিতেও কাজ করছে মিডিয়া সেল। এ ছাড়া বর্তমান তারুণ্যের রুচি ও পছন্দের সমান্তরাল সোশ্যাল মিডিয়ার সব মাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে চূড়ান্ত লক্ষ্য অর্জনের সহায়ক ভূমিকা পালন, জিয়াউর রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের যুৎসই জবাব, প্রকৃত সত্য উপস্থাপনা এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এই পরিবারের ঐতিহাসিক ভূমিকা ও অপরিহার্যতা সর্বস্তরে প্রচার-প্রকাশের মাধ্যমেই বিএনপির মিডিয়া সেলের পথচলা।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর মতবিনিময় সভায় বিএনপির মিডিয়া সেলের গত এক বছরের কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সুলতান’স ডাইনকে জরিমানা

অমিকে চ্যালেঞ্জ করলেন রাফী

‘জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুগতে হয় মায়েদের’ 

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল

জবিতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ভাবনা’ শীর্ষক আলোচনা সভা

৯ নির্দেশনা দিয়ে কুবিতে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৪

রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনিরের দাফন সম্পন্ন

১০

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

১১

ধর্মীয় অনুভূতিতে আঘাত : হেলেনা ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

১২

বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য : নাহিদ ইসলাম

১৩

টেন হাগের পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে জাভি!

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম আটক

১৫

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

১৬

ব্র্যাক এন্টারপ্রাইজে চাকরির সুযোগ

১৭

ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, পাশে ছিল শাবল ও চিরকুট

১৮

কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেপ্তার : র‍্যাব

১৯

‘ছাত্র রাজনীতির প্রয়োজন আছে তবে প্রচলিত কালচার পরিবর্তন করতে হবে’

২০
X