ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, জগদ্দল পাথরের মতো জনগণের ঘাড়ে চেপে বসা সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। তারা দেশের জনগণের সম্পদ লুট করে দেউলিয়া করে ফেলছে।
সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানোর সময় এসব কথা বলেন তিনি।
রফিকুল আলম মজনু বলেন, যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ট্রানজিট, বন্দর, রেলপথ অন্য দেশের হাতে তুলে দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার ফন্দি করে, তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।
শুভেচ্ছা বিনিময়ের সময় মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের খুব দ্রুতই সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে রাজপথে কর্মসূচিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, আবদুস সাত্তার, হারুন উর রশীদ হারুন, মনির হোসেন চেয়ারম্যান, মহিলা দল দক্ষিণের সভাপতি রুমা আকতার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস প্রমুখ।
মন্তব্য করুন