ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশবিরোধী চুক্তি বাতিল না হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ ছাড়াও সারা দেশে জেলা ও মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। তবে কেন প্রশাসনের বাধা উপেক্ষা করে মিছিল হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দলটি।
মাওলানা আতাউর রহমান বলেন, বর্তমান ডামি সরকার ও সরকারের সব মন্ত্রী-এমপিরাই দেশের জন্য ক্ষতিকারক। কাজেই এই অবৈধ সরকারকেই ক্ষমতাচ্যুত করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, এ সরকার দেশের জন্য অভিশাপ। এদের এখনই বিদায় করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদল কাইয়ূম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ এম হাছিবুল ইসলাম, সহসভাপতি সুলতান আহমদ খান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, শাহীন আহমদ, মাওলানা ইলিয়াস হোসাইন, যুবনেতা মিরাজ হোসেন মঈন, ছাত্রনেতা আব্দুল্লাহ মাহমুদসহ জেলা সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান কোটা পদ্ধতি প্রসঙ্গে বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে কোটাপ্রথা বাতিল করা হয়েছিল ২০১৮ সালে। এখন বর্তমান আদালতের ওপর ছেড়ে দিয়ে পুনরায় কোটাপ্রথা বহাল করে মেধাহীন প্রশাসন তৈরি করছে। আর এরাই দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান করি। কিন্তু এর অর্থ এই নয়, যে তাদের নাতি-পুতিরাও এর দোহাই দিয়ে ৫৬ ভাগ চাকরি নিয়ে যাবে। আমরা কোটা চাই সর্বোচ্চ ১০ ভাগ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি ঘুরে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত থানা প্রতিনিধি সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) এ কর্মসূচি ঘোষণা করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলামী আন্দোলন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে আজ।
মন্তব্য করুন