বরিশাল ও খুলনা সিটিকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে হাতপাখায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্নীতি ও মাদকমুক্ত শহর গড়ে তোলা ভোটারদের দায়িত্ব ও কর্তব্য। যেখানে সেখানে ও অপাত্রে ভোট দিয়ে আমানতের খেয়ানত করলে দীর্ঘদিন ভোটারদের কষ্ট করতে হবে। এ জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে ভালো মানুষকে ভোট দিতে হবে।
‘সে হিসেবে বরিশাল ও খুলনা সিটিতে আমরা ভালো মানুষ আলেমে দ্বীন ও আল্লাহভীরু নেতাকে মনোনয়ন দিয়েছি। চলমান সিটি নির্বাচনগুলোতে দেশপ্রেমিক আল্লাহভীরু, যোগ্য দক্ষ মেয়র নির্বাচিত করতে ব্যর্থ হলে এর খেসারত জনগণকেই দিতে হবে দ্বারে দ্বারে ঘুরে।’
মুফতী রেজাউল করীম বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়ালকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। ‘উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহভীরু মেয়রকে বেছে নেওয়ার বিকল্প নাই। আমরা যদি যোগ্য, দেশপ্রেমিক, দক্ষ ও আল্লাহভীরু নীতিবান মেয়র নির্বাচিত করতে ভুল করি তাহলে জনগণকেই এর খেসারত দীর্ঘদিন ভোগ করতে হবে।’
পীর সাহেব বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত স্মার্ট বরিশাল, নিরাপদ বরিশাল ও খুলনা সিটি গড়তে হলে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করা প্রয়োজন। বরিশাল ও খুলনা সিটিতে আল্লাহভীরু যোগ্য আলেমেদীনকে নির্বাচিত করতে পারলে মেয়রদ্বয় জনগণের পরামর্শের ভিত্তিতে উন্নত নগরে পরিণত করতে যা যা প্রয়োজন তাই করবেন এবং আপনাদের খাদেম হিসেবে খেদমত করবেন। অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস, দুর্নীতির মাধ্যমে দুষণনগরীতে পরিণত করেছে।’
মন্তব্য করুন