ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল করে তোলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি-স্মারকে বাংলাদেশের কোনো লাভ হয়নি। তিস্তাসহ অভিন্ন অন্য নদীর পানির হিস্যা পায়নি। সোমবার (১ জুলাই) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির সভাপতি জয়নুল আবেদীনসহ নেতাদের সঙ্গে নিয়ে জিয়ার কবরে এই শ্রদ্ধা জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে সভাপতির শূন্য পদে গত ৯ জুন সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে দায়িত্ব দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা চলছে। জনগণের ওপর একদলীয় শাসন ব্যবস্থা চেপে বসেছে। শাসকগোষ্ঠী আওয়ামী লীগ দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। দেশে আজ আইনের শাসন নেই, দেশের মানুষ বিচার পায় না। অর্থনৈতিক দিক দিয়ে মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে।
তিনি বলেন, এই সরকারের অধীনে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। দেশে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের আইনজীবীদের কাজ করতে হবে। এ ছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন প্রমুখ নেতারা।
মন্তব্য করুন