খাসিয়াদের পান-সুপারীর বাগান
নাজমুল ইসলাম, জৈন্তাপুর
০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

খাসিয়াদের পান-সুপারীর বাগান যেন প্রাকৃতিক সৌন্দর্য্য নৌসর্গিক স্থান।

সিলেটের জৈন্তাপুরের গোয়াবাড়ী এলাকায় অবস্থিত এটি।

৬৫ একর ভূমি বন্দোবস্ত নিয়ে ২৫ বছর যাবত পরিচর্রযার মাধ্যমে পান-সুপারীর বাগান করেছেন চাষিরা। ছবি : কালবেলা

সিলেট শহর থেকে এখানে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।

সিলেট নগরী থেকে সরাসরি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা অথবা লেগুনা রিজার্ভ করে যাওয়া যাবে এই সুপারী বাগানে।

মন্তব্য করুন

X