ঢাকায় আইরিশ নারী ক্রিকেটারদের রিকশাভ্রমণ
কালবেলা ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে পরাজিত হয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে ভিন্ন এক অভিজ্ঞতা নিলেন আইরিশ ক্রিকেটাররা।

রিকশার শহর ঢাকায় এসে রিকশায় না চড়লে হয় নাকি, তাইতো সেই সুযোগ হাতছাড়া করেননি নারী ক্রিকেটাররা।

প্রথমবার চড়ার কারণে কিছুটা ইতস্তত করছিলেন। তবে কিছুক্ষণ পরেই আইরিশ মেয়েরা এই ভ্রমণে মজে যান।

শুধু রিকশায় চড়া নয়, কেউ কেউ একটু চালানোর চেষ্টাও করেছেন। এ নিয়ে খুঁনসুঁটি চালক ও যাত্রীর মধ্যে।

রিকশায় বসে মজা করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটার চালকদের সঙ্গে ছবি তোলেন।

মন্তব্য করুন

X