নেইল হাওয়ার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়া টাইমস থেকে

রমজান কাদিরভ কি পুতিনকে বাঁচাতে পারবেন?

চেচনিয়ার যুদ্ধবাজ নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত
চেচনিয়ার যুদ্ধবাজ নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

গত দেড় বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যত নাটকীয় ঘটনা ঘটেছে তার মধ্যে খুব কম ঘটনাই গত সপ্তাহের মতো চাঞ্চল্যের সৃষ্টি করতে পেরেছে। রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্রমবর্ধমান অভিযোগ এবং হুমকির কয়েক মাস পর প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার মার্সেনারি বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

মস্কোর দিকে অগ্রসর হওয়ার আগে তার লোকরা প্রথমে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার শহর রোস্তভ-অন-ডন দখল করে নেয়। একাধিক রাশিয়ান হেলিকপ্টারকে তারা গুলি করে ভূপাতিত করে যা তাদের অগ্রগতি থামানোর চেষ্টা করেছিল। অবশেষে, রাজধানী থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে প্রিগোজিন তার পদযাত্রা শেষ করতে এবং বেলারুশে নির্বাসনে যেতে সম্মত হন। যার চূড়ান্ত রূপটি এখনো খুব অস্পষ্ট।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার চারপাশে যে দলগুলোকে সমবেত করেছিলেন তাদের মধ্যে একটির নেতৃত্বে ছিলেন ক্রেমলিন-নিযুক্ত চেচনিয়ার যুদ্ধবাজ নেতা রমজান কাদিরভ। যার লোকরা ওয়াগনারের মুখোমুখি হওয়ার জন্য রোস্তভ এবং মস্কো উভয় দিকেই অবস্থান নিয়েছিল।

এই দৃষ্টিতে, ভবিষ্যতে এই ধরনের বিদ্রোহের ক্ষেত্রে, কাদিরভের সৈন্যরা ক্রেমলিনকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে–তবে সেটা কতটা?

পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে রাশিয়ার অনেক রাজনীতিবিদ এবং নিরাপত্তা প্রধান লাভবান হয়েছেন। তবে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন রমজান কাদিরভ।

২০০৪ সালে পিতা আখমাদ কাদিরভের মৃত্যুর পর ক্ষমতায় আসেন রমজান কাদিরভ। দ্বিতীয় চেচেন যুদ্ধে বিদ্রোহী চেচনিয়া প্রদেশটি পুনরুদ্ধার করার পর পুতিনের শাসনভার তুলে দেন তার অনুগত চেচেন নেতা আখমাদ কাদিরভের হাতে।

রাশিয়ান সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা পরিষদের বিরোধিতা সত্ত্বেও চেচনিয়াকে প্রায় স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করতে পুতিনের সম্পূর্ণ সমর্থন পেয়েছিলেন রমজান কাদিরভ। বিনিময়ে পুতিন চেয়েছিলেন কাদিরভকে এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করতে হবে।

চেচেন সরকারের বাজেটের প্রায় ৯-দশমাংশের জোগান দেয় রাশিয়া। বিশাল রাষ্ট্রীয় ভর্তুকির পাশাপাশি দেওয়া হয় পুরস্কার এবং প্রণোদনা। রাজধানী গ্রোজনিতে কাদিরভ এবং তার মিত্ররা সম্পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করলেও, অনেক শক্তিশালী শত্রুও ছিল তার। ওয়াগনার গোষ্ঠী ছিল সেই শত্রুদের একজন।

ওয়াগনারের অনেক পেশাদার সৈন্য ছিলেন যারা চেচেন যুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এক সময় রমজান কাদিরভ নিজেও ছিলেন সেই বিদ্রোহীদের মধ্যে। তাই জাতিগতভাবে চেচেনদের জন্য ওয়াগনার বাহিনীতে যোগদান নিষিদ্ধ করা হয়েছিল।

ইউক্রেন যুদ্ধে প্রিগোজিন এবং রমজান কাদিরভের মধ্যে একটি মিল দেখা গেছে। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বকে অযোগ্য বলে আক্রমণ করেছেন এবং এর মাধ্যমে তারা নিজেদের ভাড়াটে বাহিনীকে সামনে নিয়ে এসেছেন।

কিন্তু এটি ছিল একটি ‘চুক্তিভিত্তিক বিয়ে’র মতো। যার প্রমাণ পাওয়া যায় ওয়াগনারের শীর্ষ সামরিক কমান্ডার দিমিত্রি উতকিনের মন্তব্য থেকে। গত ১ জুন দিমিত্রি উতকিন কাদিরভের শীর্ষ ডেপুটিকে তাদের সঙ্গে মুখোমুখী যুদ্ধে নামার হুমকি দিয়েছিলেন।

বিদ্রোহে কাদিরভের ভূমিকা

প্রিগোজিনের বিদ্রোহকে চ্যালেঞ্জ করার এবং পুতিনের পতনের কোনো সম্ভাবনাকে রুখে দেওয়ার জন্য রমজান কাদিরভের ভূমিকা উল্লেখযোগ্য। পুতিনের অব্যাহত আর্থিক ও রাজনৈতিক সমর্থনের একমাত্র কারণ নয়। ওয়াগনার গ্রুপের প্রতি পুরোনো ক্ষোভও রয়েছে এই চেচেন নেতার।

এই হিসাব থেকেই শনিবারের বিদ্রোহে ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে উভয় হটস্পটে নিজের লোকদের যথাযথভাবে মোতায়েন করেছিলেন রমজান কাদিরভ।

তিনি তার বাহিনীর একটি সাঁজোয়া দলকে রোস্তভের দিকে প্রেরণ করেছিলেন অন্যটিকে মস্কোর উপকণ্ঠে অবস্থান নেওয়ার নির্দেশ দেন যেখানে রাশিয়ান বাহিনী এবং অন্যান্য অনুগত সৈন্যরা অবস্থান করছিল। রোস্তভে, কাদিরভের চেচেনরা ওয়াগনার বাহিনীর সঙ্গে প্রায় মুখোমুখি হয়ে পড়েছিল। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই শহরে প্রবেশ করেছিল তারা এবং এমন সময়েই প্রিগোজিনের পক্ষে বিদ্রোহ থেকে সরে আসার ঘোষণা আসে।

ওয়াগনারের বিরুদ্ধে দাড়ালেও তারা ওয়াগনারের সাথে সরাসরি কোন যুদ্ধে জড়ায়নি। তারা প্রিগোজিনের লোকদের উপর একটি গুলিও চালায়নি এবং তারা সেই সময়েই ওয়াগনারের সামনে দাড়ায় যখন ওয়াগনার এবং ক্রেমলিনের মধ্যে সমঝোতা ঘোষণা হয়েছে।

ওয়াগনার বাহিনীর বিদ্রোহ ঘোষণার পর কাদিরভ অবিলম্বে তার লোকদের মোতায়েন করে পুতিনের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছিলেন। কিন্তু যুদ্ধে জড়ানো থেকে বিরত ছিলেন। পরিবর্তে বাক্ যুদ্ধ শুরু করেছিলেন এবং উচ্চস্বরে প্রিগোজিনকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা করেছিলেন।

প্রিগোজিনের মস্কো যাত্রার প্রতি কাদিরভের প্রতিক্রিয়া ছিল ইউক্রেনে রাশিয়ান আক্রমণে তার ভূমিকার মতো। আনুগত্য প্রদর্শন করা কিন্তু প্রয়োজনের তুলনায় নিজের লোকদের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা।

যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কাদিরভ তার বাহিনী নিয়ে কিয়েভের প্রাথমিক অভিযানে অংশ নিয়েছিলেন। পাশাপাশি সেভেরোডোনেটস্কের ডনবাস শহর এবং মারিউপোল আক্রমণে ভূমিকা পালন করেছিল তারা। কিন্তু এরপর রমজান কাদিরভ যুদ্ধক্ষেত্র থেকে তার সৈন্যদের পিছিয়ে নিয়ে আসেন। গত গ্রীষ্ম থেকে তারা খুব কমই ইউক্রেনে যুদ্ধ করেছে।

চেচনিয়ার সীমানার বাইরে এখন পর্যন্ত এটিই ছিল কাদিরভের ভূমিকার সারমর্ম। চেচনিয়ায় বিদ্রোহের চূড়ান্ত অবসান এবং ইউক্রেনে রাশিয়ান আক্রমণের মধ্যে আট বছর বা তারও বেশি সময়–এই দীর্ঘ সময়ে রমজান কাদিরভ কখনোই তার সৈন্যদের যুদ্ধে জড়াননি। তিনি সর্বদাই তার বিরুদ্ধে সম্ভাব্য বিদ্রোহ এবং রাশিয়ান নিরাপত্তা পরিষেবাগুলোর সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে চিন্তিত ছিলেন।

চেচনিয়ার বিদ্রোহীরা যখন নতুন করে ইউক্রেনে সংগঠিত হচ্ছে এবং প্রকাশ্যে কাদিরভকে উৎখাত করার পরিকল্পনা করছে এই সময় কাদিরভ তার বাহিনীকে কোন ধরণের ঝুঁকির মুখে ফেলতে চাননা। পুতিনের শাসনের উপর তার নির্ভরশীলতা সত্ত্বেও, চেচেন নেতা পুতিনকে রক্ষা করার জন্য তার নিজের সৈন্যদের দৃঢ় ভাবে মোতায়েন করেছেন তা কল্পনা করা কঠিন।

কাদিরভ নিজেকে ‘পুতিনের পদাতিক সৈনিক’ হিসাবে ঘোষণা করতে পারেন। কিন্তু নিজের শক্তি ও ক্ষমতা ক্ষয় করার খুব কমই আগ্রহ আছে তার। যে ক্ষমতা তার প্রয়োজন হতে পারে রাশিয়ায় বা চেচনিয়ায় ভবিষ্যত সম্ভাব্য ভাঙ্গন ঘটলে।

মূল - নেইল হাওয়ার (NEIL HAUER), জর্জিয়ান সাংবাদিক ও বিশ্লেষক

ভাষান্তর: মুজাহিদুল ইসলাম

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে : আইনমন্ত্রী

তাঁতীবাজার সড়ক অবরোধ / গান-কবিতায় বেগবান হচ্ছে জবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

প্রথম কার্য দিবসে কী করবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

এসিআইয়ে অভিজ্ঞতা ছাড়া চাকরি, আছে বিদেশ ভ্রমণের সুবিধা

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

১০

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

১১

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

১২

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

১৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

১৪

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১৫

পুলিশি বাধায় সড়কেই বসে পড়ল জবি শিক্ষার্থীরা

১৬

আকর্ষণীয় বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নেবে সিপিডি

১৭

যমুনায় পানি কমায় ব্রহ্মপুত্রে ভাঙন

১৮

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

১৯

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২০
X