শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
শহীদুল হাসান খোকন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ফার্স্টপোস্ট এর নিবন্ধ

আদিলুর-এলানের কারাদণ্ড যে বার্তা দিল আমাদের (শেষ পর্ব)

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারবিরোধী অপপ্রচার

শাপলা চত্বরের ঘটনার পর নানা ধরনের মিথ্যা প্রচারণা শুরু করে বিরোধীরা। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের অপপ্রচার চালায়। তবে প্রমাণের অভাবে আদিলুর রহমান এবং তার এনজিও ‘অধিকার’-এর প্রচারণা ব্যর্থ হয়।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন আদিলুর রহমান। তার সংগঠন ‘অধিকার’ ওয়েবসাইটে ১০ জুন ২০১৩ তারিখে ‘হেফাজেতে ইসলাম বাংলাদেশ অ্যাসেম্বলি এবং মানবাধিকার লঙ্ঘন’ শিরোনামে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদনে দাবি করা হয়েছে, হেফাজত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় আড়াই হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ‘অধিকার’ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংবলিত একটি তালিকা প্রকাশ করেছে।

‘অধিকার’-এর সেই প্রতিবেদন প্রকাশের পর দেশি-বিদেশি গণমাধ্যম তাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বিভিন্ন প্রতিবেদন ও খবর প্রকাশ করে, যা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। প্রতিবেদন প্রকাশের পরপরই সরকার ‘অধিকার’-এর দাবি যাচাই করতে চেয়েছিল। ৬১ জন নিহত হয়েছে বলে ‘অধিকার’ যে দাবি করেছিল- তার সপক্ষে ভিকটিমদের তালিকা চায় সরকার। কিন্তু সংস্থাটি সেই তালিকা প্রদান করতে অস্বীকার করে এবং উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো অব্যাহত রাখে।

মামলা হয়েছিল প্রচলিত আইন অনুসারেই

১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর বিরুদ্ধে মামলা গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মামলার চার্জশিটে বলা হয়, আসামি আদিলুর ও এলান হেফাজতে ইসলামীর ৬১ জনের মৃত্যুর বিষয়ে বানোয়াট, উদ্দেশ্যমূলক ও মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনসাধারণের মনে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করেন। তাদের এই প্রচারণায় দেশে-বিদেশে আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

এতে আরও বলা হয়, ‘তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে নানা বিভ্রান্তি সৃষ্টি করেছেন, যা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(১) এবং (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।’ একইভাবে, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিলেন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে হেয় করা যায়। আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে জানা গেছে, অধিকারের প্রতিবেদনে অতিরঞ্জিত এবং মিথ্যা তথ্য রয়েছে। সেখানে কাল্পনিক সব ব্যক্তির নাম তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে একই ব্যক্তির নাম একাধিকবার লেখাসহ জীবিত ব্যক্তিদের মৃত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

কে এই আদিলুর রহমান খান?

আদিলুর রহমান খান মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক। তিনি মূলত একজন রাজনৈতিক কর্মী। ছাত্রজীবনে তিনি বামপন্থি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯১ সালে তিনি একটি বামপন্থি রাজনৈতিক দলের হয়ে সুনামগঞ্জ জেলা থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। পরে আইন পেশায় প্রবেশ করে বিএনপির রাজনীতিতে যোগ দেন। ২০০১ সালের পর তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাও হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন।

২০০৭ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতা হারানোর পর তিনি এই পদ থেকেও পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে এই সংগঠনের সম্পাদক হওয়ার পর থেকে আদিলুর রহমান খান বিরোধীদলের এজেন্ডা বাস্তবায়নে এই সংগঠনটিকে ব্যবহার করে আসছেন। তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আদিলুরের কারাদণ্ড দীর্ঘদিনের মিথ্যাকে পরাজিত করেছে। আদিলুর রহমান রাষ্ট্রের ঘাড়ে মিথ্যা কলঙ্কের বোঝা চাপানোর চেষ্টা করেছিলেন; আদালতের রায়ে সেই কলঙ্ক দূর করার প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন হয়েছে। তিনি আদালতে ৬১ জনের তালিকা দিতে পারেননি।

উপযুক্ত প্রমাণ দিলে তিনি এই শাস্তি থেকে মুক্তি পেতেন। এ জন্য তাদের হাতে সময় ছিল ১০ বছর। দশ বছর পার হলেও আদালতে সাক্ষ্য উপস্থাপন করতে পারেননি তার আইনজীবীরা। এ মামলা চলাকালে এবং মামলার রায়ের পর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর দূতাবাস মামলা বাতিল এবং আদিলুর রহমান ও নাসির উদ্দিন এলানের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন, এই মামলায় আদালত একজন মানবাধিকার কর্মীকে শাস্তি দেননি, বরং শাস্তি দিয়েছে একজন মিথ্যাবাদীকে। যিনি মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিলেন। তিনি এবং তার সংস্থা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করতে কাজ করেছেন।

আদিলুরের সাজার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের বক্তব্যের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলেন, রায়ে কোনো পক্ষ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এরপরও আদালতের রায়ের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে একটি মহল। বিশিষ্টজনরা বলেন, মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখাকে আমরা যেমন অপরিহার্য মনে করি, তেমনি মানবতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং তাদের সাম্রাজ্যবাদী মিত্ররা মতপ্রকাশের অধিকারের অজুহাতে তাদের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার সুযোগ না পায় তা নিশ্চিত করাও প্রয়োজন বলে আমরা মনে করি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এটা আশ্চর্যজনক, কিছু দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই রায় ঘোষণার পর বিতর্কিত, চরমপন্থি সংগঠন হেফাজতে ইসলামের সুরেই প্রতিবাদ করেছে।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছিটকে পড়ে নিহত ২

পরিচয় মিলল রাস্তায় পড়ে থাকা সেই কার্টনভর্তি খণ্ডিত লাশের

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন

‘বস’ সম্বোধন করে ড. ইউনূসকে উপদেষ্টা আসিফের ধন্যবাদ

মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান

দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

মিয়ানমারের ভূমিকম্পে / পরিবারকে বাঁচাতে ৬০০ ফুট নিচে ঝাঁপ দিলেন বাবা

ড. ইউনূস-মোদির বৈঠককে যেভাবে দেখছেন মির্জা ফখরুল

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি : কাদের সিদ্দিকী

১০

লাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক

১১

আর্জেন্টিনাকে উড়িয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ!

১২

নববধূর সঙ্গে পরকীয়া, ঘটক গ্রেপ্তার 

১৩

পলিথিনে স্কচটেপে প্যাচানো ছিল মানবদেহের খণ্ডিত অংশ

১৪

‘আউলিয়া কেরামদের প্রতি মহব্বতই শান্তি-সম্প্রীতি এনে দিতে পারে’

১৫

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুতে জামায়াতের শোক

১৬

মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি যুবরাজ-পেজেশকিয়ানের ফোনালাপ

১৭

শর্ত ভঙ্গ করায় যাত্রাপালা বন্ধ করল প্রশাসন

১৮

সংস্কারও চাই, ডিসেম্বরে নির্বাচনও চাই : যুবদল নেতা জুয়েল

১৯

ভয়ংকর বিপদে ইসরায়েল, গৃহযুদ্ধের শঙ্কা

২০
X