মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
এইচ এম মাহিন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের মুখের হাসি

পবিত্র ঈদুল ফিতরে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছে মানুষ। প্রতীকী ছবি
পবিত্র ঈদুল ফিতরে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছে মানুষ। প্রতীকী ছবি

রাত পেরোলেই ঈদ, আর তাওহীদের যেন তর সইছে না। ঢাকায় চাকরি করার পর প্রতিবারের মতো এবারও সে ফিরছে গ্রামে, মায়ের কাছে। কিন্তু এবারের ঈদযাত্রাটা আগেরবারের চেয়ে একটু আলাদা। টিকিটের দাম বেড়েছে, বাড়তি গরমে যাত্রা আরও কষ্টদায়ক। তারপরও মায়ের মুখের হাসি দেখার আশায় সব কিছু মেনে নিতে হয়েছে।

বাসস্ট্যান্ডের ভোগান্তি

গাবতলী বাসস্ট্যান্ডে পৌঁছতেই দেখা মেলে প্রচণ্ড ভিড়। সবাই যেন বাড়ির পথে ছুটছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মানুষের হৈচৈ, অনেকেই অতিরিক্ত ভাড়া গুনছে। বুকিং কাউন্টারে গিয়ে তাওহীদ জানতে পারে, নির্ধারিত ভাড়ার চেয়ে ৪০০ টাকা বেশি দিতে হবে। কি আর করা! মা তো অপেক্ষা করছে, তাই মন খারাপ হলেও টিকিট নিতে হলো।

নির্ধারিত সময় পার হয়ে প্রায় ৪ ঘণ্টা তবুও আসেনি বাস। ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় ধৈর্য ধরে অপেক্ষা সবার। পাশে বসা এক বৃদ্ধ মৃদু হেসে বলেন, ‘বাবা, এই কষ্টের পর যখন বাড়িতে পৌঁছাবি, তখন সব ভুলে যাবি।’

পথের ক্লান্তি, ফেরার আনন্দ

বাস শহরের জট ছাড়িয়ে দূর পথের দিকে এগিয়ে চলেছে। জানালার পাশে বসে তাওহীদ হারিয়ে যায় স্মৃতির গহিনে- শৈশবের ঈদ। বাবা তখন বেঁচে ছিলেন। সাদা পাঞ্জাবিতে নামাজে যেতেন, মিষ্টি হাসি ছিল মুখে। মা তখন রান্নাঘরে ব্যস্ত- সেমাই, পোলাও, কোরমার গন্ধ ছড়িয়ে পড়ত ঘরময়। আর তাওহীদ? ছোট বোনের সঙ্গে পায়জামা-পাঞ্জাবি পরে দৌড়ঝাঁপ করত সারাদিন।

বাসের ধাক্কায় বাস্তবে ফিরে আসে তাওহীদ। ঈদ তো আসবেই, তবে বাবাহীন ঈদের আনন্দ আর আগের মতো হয় না…

গরম, যানজট, বাসের ঝাঁকুনির মধ্যেও সে বেশ খুশি। সামনের সিটে এক মা তার ছোট ছেলেকে কোলে নিয়ে আদর করছে। শিশুটির হাসি দেখে তাওহীদের মন যেন কেমন করে ওঠে। মায়ের কথা মনে পড়ে যায়। মনে হচ্ছে কতদিন হলো কথা বলা হয়নি!

ব্যাগ থেকে ফোন বের করে মায়ের নম্বর চাপ দিতেই ওপাশ থেকে চেনা গলা ভেসে আসে, ‘কতদূর এসেছিস, বাবা?’ তাওহীদের চোখ ভিজে ওঠে, ডুকরে বলে এই তো চলে এসেছি। • ‘মা, তুমি কী করছ?’ • ‘বাবা, তোর জন্য পায়েস রান্না করছি। আর তোর পছন্দের গরুর মাংসও।’ • ‘আমি আসছি মা, একটু দেরি হবে। তুমি অপেক্ষা করো।’

ওপাশ থেকে মায়ের শান্ত কণ্ঠ ভেসে আসে, ‘তাড়াহুড়ো করিস না বাবা, আসলেই হলো। তোর জন্য অনেক কিছু রেখেছি।’

দীর্ঘ ভ্রমণের পর বাস থামে চেনা স্ট্যান্ডে। ভোরের আলো ছড়িয়ে পড়ছে, বাতাসে ঈদের আনন্দ। তাওহীদ ব্যাগ কাঁধে তুলে নেয়, গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে শুরু করে। চারপাশে কুয়াশা ঘেরা শৈশবের স্মৃতি জেগে ওঠে।

বাড়ির আঙিনায় পৌঁছে দেখে দরজায় মা দাঁড়িয়ে। চোখ ভেজা, মুখে হাসি। তাওহীদ ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা কেঁপে ওঠা গলায় বলে, ‘এসেছিস বাবা? ঈদ মোবারক!’

পায়ে সালাম করতেই ছেলেকে বুকে জড়িয়ে নেন মা। তাওহীদের চোখ বন্ধ হয়ে আসে শান্তিতে। পথের ক্লান্তি, যানজট, শহরের কোলাহল- সব ভুলে যায় নিমিষেই। মায়ের কপালে চুমু খেয়ে বলে, ‘ঈদ মোবারক, মা!’ মা হাসেন, চোখে জল চিকচিক করে। তাওহীদ বুঝে যায়- এটাই তার প্রকৃত ঈদ আনন্দ।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই বিপ্লবের মাধ্যেমে আল্লাহ জমিনকে উন্মুক্ত করে দিয়েছে : মাওলানা মমতাজ

তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

আবারও ভারতে বিমান বিধ্বস্ত

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো

দেশের তাপমাত্রা উঠতে পারে ৪১.৯ ডিগ্রি পর্যন্ত

ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র খাদ্য ও আশ্রয় সংকট

এপ্রিলে ঢাকায় আসছে আইএমএফের দল

১০

হবিগঞ্জে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

১১

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

১২

ঈদের দিন টেলিভিশন দেখতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু

১৩

ঈদের রাতে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি

১৪

ব্রুনোকে মাদ্রিদে যেতে দিবেন না ম্যানইউ কোচ

১৫

ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

১৬

ঈদের রাতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

১৭

যাত্রীদের পৌঁছে দেওয়াই ধর্ম, বললেন ট্রেনচালক

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতা ও মাদ্রাসাছাত্রের

১৯

আধিপত্য বিস্তারকে নিয়ে বিএনপি নেতার নির্দেশে হামলা

২০
X