রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩২
রহমান মৃধা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ : সমাধান কোথায়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে চরম অনিয়ম ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার জাতির মূল্যবোধ, স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক নীতিমালার উপর সরাসরি আঘাত।

একাধিক সূত্রে জানা গেছে, এ অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান, যিনি অতীতের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ আত্মীয়। অভিযোগ অনুসারে, তিনি অতীতের কুকর্ম ও দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এডহক কমিটির সভাপতি পদটি নিজের মনোনীত ব্যক্তির হাতে রেখে বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে কুক্ষিগত করার অপচেষ্টা করছেন। ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে প্রায় ২ হাজার ছাত্র-জনতা শহীদ হয়ে দেশকে ফ্যাসিস্ট শাসক মুক্ত করেছে, সেখানে আবারও স্বৈরাচারী শাসনের পদধ্বনি জাতির জন্য চরম অমর্যাদাকর।

নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়টি বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবের অধীনে ছিল, যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার চরম আকার ধারণ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের সম্পদ লুটপাট করেছেন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রেখেছেন। ফলে বিদ্যালয়ের শিক্ষার মান ভেঙে পড়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত।

এডহক কমিটির সভাপতি পদে একাধিক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও শুধুমাত্র যুবদল নেতা নয়নের স্ত্রী শাম্মী আকতারের নাম জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে, যা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার পরিপন্থী। তিনি ঢাকায় বসবাস করেন এবং বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে সরাসরি যুক্ত নন। এছাড়া আরও জানা গেছে, জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড কর্তৃক চূড়ান্ত অনুমোদনের আগেই যুবদল নেতা নয়নের স্ত্রীকে সভাপতি হিসেবে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে এবং বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সভাপতির চেয়ারে বসিয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে, যা আইনের চরম লঙ্ঘন।

নহাটা তথা মহম্মদপুর উপজেলায় বর্তমান রাজনৈতিক পরিবেশে এমন এক ধরনের নেতার উত্থান ঘটেছে, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও ব্যবহার করতে পিছপা হচ্ছেন না। স্থানীয় বিএনপি নেতারা যুবদল নেতা নয়নের স্ত্রীকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য জেলা প্রশাসককে রাজনৈতিক চাপ প্রয়োগ করেছেন বলে একাধিক সূত্রের দাবি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান জানান, “জেলা প্রশাসক মহোদয় এডহক কমিটির সভাপতি নিয়োগের জন্য এলাকার ৩ জন শিক্ষানুরাগীর (সুশিক্ষিত এবং নির্দলীয়) ব্যক্তির নাম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই এলাকার বিএনপি নেতারা যুবদল নেতা নয়নের স্ত্রী শাম্মী আকতারের একক নাম পাঠাতে আমাকে বাধ্য করেছেন।”

এই ঘটনার বিশ্লেষণে উঠে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্বের দুর্বলতা। দলটি দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করতে চাইলেও সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক দুর্বলতার কারণে জনগণের আস্থা হারাচ্ছে। নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়া উপেক্ষা করে দলীয় হস্তক্ষেপ করা হয়েছে, যা প্রমাণ করে বিএনপি অতীতের গণতান্ত্রিক আদর্শ থেকে দূরে সরে গিয়ে অগণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। যদি বিএনপি সত্যিই জনগণের জন্য লড়াই করতে চায়, তবে কেন তাদের আচরণ স্বৈরতান্ত্রিক শাসকদের মতো? তবে কি জনগণ আবারও ক্ষমতার অপব্যবহারের শিকার হবে?

নহাটা স্কুলের ঘটনাটি বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতির একটি নিকৃষ্ট উদাহরণ, যেখানে স্থানীয় জনগণের মতামতকে উপেক্ষা করে দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। রাজনীতি মূলত জনগণের সেবার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। কিন্তু বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, দলটি ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছে।

নহাটা স্কুলের ঘটনায় জনমত উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটানো দুর্নীতিরই একটি রূপ। বিএনপি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের নিজেদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাদেরকে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে গণতান্ত্রিক নীতিমালা প্রতিষ্ঠা করতে হবে, অর্থ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে দক্ষ ও আদর্শবান নেতৃত্ব বেছে নেওয়ার ধারা প্রতিষ্ঠা করতে হবে, বিএনপির ভেতরে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস চালু করতে হবে।

পরিশেষে মনে রাখতে হবে, “রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য”— এই সত্য বিএনপির নেতারা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই মঙ্গল। নহাটা স্কুলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিএনপি এখনও গণতান্ত্রিক মূল্যবোধকে যথাযথভাবে ধারণ করতে পারেনি।

রহমান মৃধা: গবেষক ও লেখক; সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া করা যুবদল নেতা বহিষ্কার

কুয়েটের ঘটনায় বিএনপি-যুবদলের ৪ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস

ইংলিসের রেকর্ড সেঞ্চুরিতে ইংলিশদের হার

নিঝুমদ্বীপে পর্যটকদের উপচে পড়া ভিড়

আউটসোর্সিং কর্মীদের আলটিমেটাম

তৃতীয়বারের মতো বোলিং পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব

অস্ত্র হাতে প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া যুবদল নেতার, ভিডিও ভাইরাল

বিয়েবাড়িতে গান বাজানোর জেরে বাসরঘর ভাঙচুর

আমিত্ব ভাব পরিত্যাগ করতে হবে : চরমোনাই পীর

১০

আগে স্থানীয়, সংস্কার শেষে জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

১১

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার

১২

অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার ৬

১৩

ইসরায়েলি কারাগারে ৪৫ বছর, কে এই নায়েল বারঘুতি

১৪

সিএ কর্মকর্তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো, মূল হোতাসহ গ্রেপ্তার ২

১৫

মুশফিকুল ফজল আনসারীর প্রশংসা করে মার্কিন কূটনীতিকের এক্স বার্তা

১৬

পাঠ্যপুস্তকে আল মাহমুদের লেখা পুনর্বহালের দাবি

১৭

জামায়াত নেত্রী হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

১৮

যুদ্ধবিরতির পর মুক্তি পাচ্ছেন সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি বন্দি

১৯

যশোর বিএনপির সভাপতি সাবু, সম্পাদক খোকন

২০
X