সরকার জারিফ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৩:২২ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের অব্যর্থ অস্ত্র ডোনাল্ড লু

ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কূটনীতিক শক্তি মাঝে মাঝে তার সামরিক শক্তির চেয়েও প্রগাঢ় হয়ে ওঠে। যুগে যুগে এরই উদাহরণ দেখেছে বিশ্ববাসী। সেই হেনরি কিসিঞ্জার থেকে শুরু করে হালের ডোনাল্ড লু, সকলেই কোনো দেশের ভাগ্যের ঘড়ির কাঁটা ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখেন।

সম্প্রতি এশিয়ার রাজনীতিতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গোপন নথি ফাঁস নিয়ে ব্যাপক হইচই চলছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ প্ররোচনা রয়েছে বলে কোলাহল শোনা যাচ্ছে। বর্ষীয়ান মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুয়ের কলকাঠি নাড়ানোতেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে শোনা যাচ্ছে।

দ্য ইন্টারসেপ্ট নামের যুক্তরাষ্ট্রের অনলাইন পত্রিকায় প্রকাশিত গোপন নথিতে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান এবং যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুয়ের কথোপকথন তুলে ধরা হয়েছে। সেখানে স্পষ্টত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে একঘরে বা আলাদা করে রাখার হুমকিও রয়েছে।

গোপন এ নথিতে ৭ মার্চ, ২০২২ তারিখে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিকের কথোপকথন তুলে ধরা হয়েছে। যাদের একজন ডোনাল্ড লু। কথোপকথনে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান খানের পক্ষে বারংবার নানাধরনের ব্যাখা দিলেও ডোনাল্ড লু ইমরান খানের ব্যাপারে চরম হতাশা প্রকাশ করেন। ফাঁস হওয়া নথির শেষে মন্তব্যের স্থানে এটিও বলা হয়েছে - হোয়াইট হাউসের সবুজ সংকেত ছাড়া লু’র এমনটা বলার কোনো প্রশ্নই আসে না।

এদিকে গোপন নথি থেকে আরও জানা যায়, পাকিস্তানের রাষ্ট্রদূত লুকে জিজ্ঞাসা করেছেন- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে কি না। উত্তরে লু জানান, এ কারণে নয় বরং ইমরান খানের মস্কো ভ্রমণে ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ‘যদি অনাস্থা ভোট কার্যকর করা হয় তাহলে ওয়াশিংটনে পাকিস্তানের সবকিছু মাফ করে দেওয়া হবে। রাশিয়া ভ্রমণ প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়েছে বলেই মনে হচ্ছে। যদি অনাস্থা ভোট না হয় তবে সামনে এগোনো কঠিন হবে।’ কিছুক্ষণ চুপ থেকে লু আরও বলেন, ‘আমি জানি না ইউরোপ বিষয়টাকে কীভাবে দেখবে, তবে আমি মনে করি তাদের প্রতিক্রিয়াও এমনই হবে। সত্যি বলতে আমি মনে করি প্রধানমন্ত্রীকে পৃথক/ একা করার দাবি যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয়স্থানেই জোরদার হচ্ছে’। লু আরও বলেছেন, ‘এখানে আর ইউরোপে মানুষ খুবই উদ্বিগ্ন কেন পাকিস্তান ইউক্রেনের বিষয়ে এমন আক্রমণাত্মক নিরপেক্ষ সিদ্ধান্ত নিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নীতি কোনটা তা পরিষ্কার হয়ে গেছে।’

নথি থেকে আরও জানা যায়, পাকিস্তানের রাষ্ট্রদূত নেতৃত্বস্থানীয় পর্যায়ে দুই দেশের আলোচনা চান। এমন ধারণা প্রচলিত রয়েছে যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থে বিভিন্ন সময়ে তাদের পক্ষে থাকলেও পাকিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এমন ভূমিকায় থাকে না। এ সময় কাশ্মীরের কথা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথাও বলা হয়। তবে এসব কথাকে পাশ কাটিয়ে ডোনাল্ড লু জানান, পাকিস্তানের রাজনৈতিক অবস্থা শিথিল হলে ওয়াশিংটন আলোচনায় বসবেন। এ সময় ডোনাল্ড লুকে পাকিস্তানের রাষ্ট্রদূত আরও জানান, ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের মতামত এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা তারা বুঝতে পারেননি।

নথি অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মস্কো সফর দুইদেশের সম্পর্কে ছেদ ফেলবে না- রাষ্ট্রদূতের এমন দাবির বিপরীতে লু বলেন, ‘আমি এটার সঙ্গে একমত হতে পারব না কারণ এটা ইতোমধ্যে আমাদের সম্পর্কে একটা দাগ ফেলেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই রাজনৈতিক অবস্থা পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আরও কিছু সময় দিন। এই দাগটি দ্রুতই চলে যাবে এবং সমাধান হবে। অন্যথা আমাদের বিষয়টির মুখোমুখি হতে হবে এবং একটা ব্যবস্থা নিতে হবে।’

পুরো কথোপকথনটিতেই ডোনাল্ড লু কিছুতেই তার সুর পরিবর্তন করেননি। ইমরানই যেন তার টার্গেট। ভারত ও পাকিস্তান জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বা রাশিয়ার বিপক্ষে ভোটদান থেকে বিরত থাকলেও- শুধু পাকিস্তানের ব্যাপারেই কঠোর হয় যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই দুইটি দেশের জন্য পৃথক নীতি কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে লুয়ের দাবি ছিল বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। লু জানান, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক, চীনে কী ঘটছে তার ওপর নির্ভর করে।

ইমরান খান অবশ্য ২০২২ সালেই লুকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তিনি এও দাবি করেছেন যে লু তাকে হুমকি দিয়েছেন। এক টুইটে পিটিআই লিখেছিল, ‘ডোনাল্ড লুকে তার উদ্ধত আচরণের জন্য চাকরিচ্যুত করা উচিত। কল্পনা করে দেখুন, একজন রাষ্ট্রদূতের কাছে নির্বাচিত প্রধানমন্ত্রী পরিবর্তনের দাবি নিয়ে এসেছে তারা!’

পাকিস্তানি গণমাধ্যম ডন পত্রিকায় ২০২২ সালের ২৩ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ডোনাল্ড লু’র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন ইমরান খান।

একটি দেশের প্রধানমন্ত্রীকে আরেক দেশের একজন কূটনীতিকের হুমকি দেওয়ার অভিযোগ সাধারণত খুব একটা দেখা যায় না। তবে ইমরান খান সেটা করেছেন। সিএনএনকে ২০২২ সালের মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনাস্থা ভোটের বিষয়ে স্থানীয় এবং বিদেশিরা দুরভিসন্ধি শুরু করেছে। কল্পনা করে দেখুন ২২০ মিলিয়ন মানুষের দেশে কীভাবে আরেক দেশের প্রতিনিধি এসে প্রধানমন্ত্রীকে সরে যেতে বলে।’

এসব দাবি করতে এত দেরি কেন করলেন সে বিষয়ে সিএনএনকে ইমরান জানান, তিনি আগেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাছে লু এবং রাষ্ট্রদূতের কথোপকথনের পূর্ণাঙ্গ লিখিত রূপ পাঠিয়েছেন। পরবর্তীতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অনাস্থা ভোটের বিষয়ে বিদেশি শক্তির তৎপরতার বিষয়টি নিশ্চিত করে।

ডোনাল্ড লু মার্কিন রাজনীতিতে এক বিশ্বস্ত নাম। মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন।

কে এই ডোনাল্ড লু :

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতে সহকারী মিশন প্রধান হিসেবে কর্মরত ছিলেন ডোনাল্ড লু। এর আগে তিনি কিরগিস্তান ও আলবেনিয়ায় কর্মরত ছিলেন। তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্র দূতাবাসেও দুইটি ভিন্ন ভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী হিসেবে পদ পান। এর আগে তিনি ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত কিরগিস্তান ও ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলবেনিয়ায় কর্মরত ছিলেন। এ ছাড়া পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়লে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে সহকারী পরিচালক হিসেবে ইবোলা রোধকরণ প্রকল্পে কর্মরত ছিলেন।

এর আগে ২০০১-২০০৩ সাল পর্যন্ত ইউরোপিয়ান ব্যুরো, ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত নয়াদিল্লিতে রাজনৈতিক অফিসার, ১৯৯৬-৯৭ সাল নাগাদ নয়াদিল্লিতে রাষ্ট্রদূতের সহকারী হিসেবে কাজ করেছেন। তারও আগে ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের পেশোয়ারে রাজনৈতিক অফিসার হিসেবে কাজ করেছেন।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

একদিকে প্রশান্তি, অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ

চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন

র‍্যানকন মটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের চুক্তি

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : নয়ন

‘এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না’

জুলাই বিপ্লবে আহত মুক্তিযোদ্ধার ছেলে বাবুকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

১০

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

১১

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

১২

সাভারের তরুণীর টানে ঢাকায় কোরিয়ান যুবক

১৩

‘আ.লীগের মতো চোর পৃথিবীতে আর নেই’

১৪

‘উড়ন্ত চক্ষু হাসপাতালের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ’

১৫

সেন্টমার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা

১৬

যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

১৭

টেনিসে বাংলাদেশের আরেকটি জয়

১৮

ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান

১৯

বাংলাদেশের সর্বত্র নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে : হেলাল

২০
X