সাইফুল ইসলাম
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হাদিস শরিফ জানা ও মানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তিনি মানুষকে মুক্ত করার পথ খুঁজেছিলেন। অনুভব করেছিলেন, মানুষ আসলে মুক্তি চায় অশান্তি থেকে, অভাব থেকে, নিরাপত্তাহীনতা থেকে, অবিচার থেকে, শোষণ থেকে। তিনি খুব কাছ থেকে দেখেছিলেন মানুষের কষ্ট। মানুষের দুঃখ থেকে পরিত্রাণের পথ খুঁজতেই তিনি বছরের পর বছর নিমগ্ন হয়েছিলেন সাধনায় ও প্রার্থনায়।

তাঁর জীবদ্দশায় তাই তিনি রেখে গিয়েছেন এমন কিছু বাণী-উপদেশ যা স্থান-কাল ভেদ করে প্রতিটি মানুষকে নিয়ে যেতে পারে মুক্তির পথে, শান্তির পথে, সাফল্যের পথে। সে বাণীগুলোর বাংলা মর্ম অনুবাদ নিয়ে হাদিস শরিফ।

হাদিস শরিফের প্রতিটি বাণী, প্রতিটি কথা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। রূপান্তরিত করতে পারে সম্ভাবনায়, সীমাবদ্ধতাকে শক্তিতে, অন্ধকারকে আলোতে। ব্যক্তি জীবন, শারীরিক, মানসিক আত্মিক জীবন, পারিবারিক জীবন, বদলে যেতে পারে রাষ্ট্রীয় জীবন এবং যোগ হতে পারে নতুন মাত্রা। উন্মোচিত হতে পারে নতুন দিগন্ত। যেমন- কেউ যদি একটি গুপ্তধনের মানচিত্র পায় তাহলেই কি সে গুপ্তধনের অধিকারী হয়ে যায়? তা কিন্তু হয় না। তাকে অনেকটা পথ পাহাড়-পর্বত পাড়ি দিয়ে মানচিত্র অনুসরণ করে জায়গামতো পৌঁছাতে হয়, তবেই সে উদ্ধার করতে পারে গুপ্তধন। একইভাবে এই বইটিও আমাদের জীবনের জন্যে তেমনি একটি মানচিত্র। বইটি শুধু হাতে রাখলেই হবে না, এক-দুবার পড়লেই হবে না। এটিকে অনুসরণ করে জায়গামতো পৌঁছতে হবে আমাদের। তবেই মিলবে সাফল্যের সন্ধান। আমরা পৌঁছতে পারব সেখানে, যেখানে নবীজী (সা.) আমাদের নিতে চেয়েছেন ইহকাল ও পরকালীন সাফল্যের শিখরে। শুরু করুন, আপনার দৈনন্দিন চিন্তাধারা ও জীবনাচার নিয়ে আমরা যা ভাবি, যা চিন্তা করি, দিন শেষে আমরা কিন্তু তাই। অনেক সময় ছোট ছোট ভুল চিন্তা, আচার-আচরণ আমাদের মধ্যে পারিপার্শ্বিকতার কারণে চলে আসে। আর এখন তো নিউজ মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্রভাবে নানাভাবে আমাদের মধ্যে অশুদ্ধ চিন্তাধারা ও দৃষ্টিকোণ খুব সূক্ষ্মভাবে প্রবেশ করছে। কিন্তু ভুল চিন্তাধারা, ভুল আচার কেবল ভুলের গন্তব্যে নিয়ে যেতে পারে। তাই প্রথমে চিহ্নিত করুন নবীজীর কোন বাণীগুলো আপনাকে নতুন করে চিন্তা করতে বা ভাবতে শেখায়। যেমন- ২৮ নম্বর হাদিসে বলা আছে, মানুষকে ভালো ভাবা সঠিক ইবাদতের অংশ- আপনি কি মানুষকে ভালো ভাবেন? নাকি সবাই খারাপ, এমন নেতিবাচক ধারণা পোষণ করেন? বা ভালো ভাবলে পরে যদি খারাপ হয়, এমন নিরাপত্তাহীনতায় ভোগেন? যদি তাই হয়, তবে এ হাদিসটি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে এবং তা হবে আপনার কল্যাণে। পুরো বইজুড়ে এমনি অজস্র হাদিস আছে যা আমাদের প্রতিদিনের জীবনে সূক্ষ্ম সূক্ষ্ম ভুল চিন্তা-ভাবনার অভ্যাসগুলো শুধরে দিতে পারে। এ রকম বাণীগুলোকে চিহ্নিত করুন এবং নিয়মিত চোখ বুলান। স্রষ্টার রহমত প্রার্থনা করুন। নিশ্চয়ই আপনি আপনার কল্যাণের পথে অনেকটা অগ্রসর হবেন। আপনার কাজই নির্ধারণ করবে আপনি কে? আমরা সবাই কিছু না কিছু কাজ করছি প্রতিনিয়ত। হতে পারে সেটা জ্ঞানার্জনের জন্য, জীবিকার জন্য, সংসারের জন্য অথবা নিজের জন্য। যে কাজটাই আমরা করছি সে কাজটা আসলে কীভাবে করা উচিত? কাজটাকে কীভাবে দেখা উচিত? কীভাবে কাজ করলে স্রষ্টার রহমত যুক্ত হবে? কীভাবে কাজ করলে অভিশপ্ত হবে? এর উত্তর আছে হাদিস শরিফের কর্ম অধ্যায়ে। আসলে আমাদের কাজগুলো আমাদেরকে পরিশুদ্ধ করে এবং সেটা যে কোনো কাজ হতে পারে। নবীজী তার জীবনের প্রতিটি ক্ষেত্র এতটা সফলভাবে পরিচালনা করতে পেরেছিলেন, কারণ তিনি প্রতিটি কাজকে গুরুত্ব দিয়ে করেছিলেন। তিনি সেভাবেই করেছেন যেভাবে কাজের সঙ্গে স্রষ্টার রহমত যুক্ত হতে পারে। তাই নিজেকে একটু সময় নিয়ে প্রশ্ন করুন। সারা দিন কী কী কাজ করেন আপনি? আপনার কাজগুলোকে আপনি কীভাবে দেখেন? আপনার লক্ষ্য কী? আপনার কাজের সীমাবদ্ধতাগুলো কোথায়? এরপর হাদিস শরিফে নবীজীর কর্ম নিয়ে বাণীগুলো পড়ুন। যে বাণীগুলো আপনার মনে বিশেষ দাগ কাটে তা চিহ্নিত করুন। নিয়মিত চোখ বুলান অন্তত দিনে একবার বা তিন দিনে একবার অথবা সপ্তাহে একবার। নবীজীর ফরমুলাগুলোকে আপনার কাজে, আপনার পেশায় প্রয়োগ করতে সচেষ্ট হন। ইনশাল্লাহ, আপনার কাজগুলো আপনাকে বহুদূর নিয়ে যাবে।

আপনার সীমাবদ্ধতাগুলো আপনি অতিক্রম করতে পারবেন। স্রষ্টা আসলে আপনার চেষ্টাটা দেখবেন। তিনি যে কোনো উসিলায় আপনার কাজের বহুগুণ প্রতিদান দিতে পারেন। আপনি চেষ্টা করুন, কর্মে ঝাঁপিয়ে পড়ুন। যত্ন নিন আপনার পরিবারের ও আপন জনের। নবীজী (সা.) যেখানেই গেছেন সেখানেই মানুষের হৃদয় তার জন্য ভালোবাসায় উদ্বেলিত হয়ে উঠেছে। এত ব্যস্ত ও কর্মপ্রিয় মানুষ হওয়ার পরও তার পরিবার কখনো তার ভালোবাসা কোনো অংশে কম অনুভব করেনি। এর একটি কারণ, তিনি হৃদয় উজাড় করে ভালোবেসেছেন। আরেকটি হচ্ছে- তিনি তার পরিবারের মানুষ, কাছের মানুষ, এমনকি দূরের মানুষদেরও সেভাবে যত্ন নিয়েছেন যেভাবে নিলে তারা তার ভালোবাসা অনুভব করতে পারবে।

আসলে আমরাও কিন্তু আমাদের ভালোবাসি, আপনজনদের ভালোবাসি এবং মানুষের মনে ভালোবাসার পাত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই। কিন্তু কীভাবে প্রকাশ করতে হবে, কীভাবে যত্ন নিতে হবে সেটা অনেক সময় বুঝে উঠতে পারি না। অনেক সময় আমাদের কর্তব্যগুলোও সুস্পষ্ট থাকে না আমাদের সামনে। নবীজী মানুষের এ ঘাটতিগুলো লক্ষ করে বেশ কিছু বাণী ও উপদেশ রেখে গেছেন আমাদের জন্যে। তাই হাদিস শরিফে পরিবার ও আপনজন সংক্রান্ত বাণীগুলো পড়ুন। লক্ষ করুন, কোন কোন দিকটি আপনি যথাযথভাবে পালন করছেন না। কোন হাদিসটি অনুসরণ করে আপনি সম্পর্কগুলোকে আরও সুন্দর, আরও জোরদার করতে পারবেন। এমন এক যুগে যখন পরিবারগুলোতে অশান্তি, অস্থিরতা, কলহ, বিশৃঙ্খলা বিরাজমান, যখন পৃথিবীজুড়ে পরিবারগুলো ভঙ্গুর হয়ে পড়ছে, আপনি নবীজীর (সা.) দেখানো পথ ধরে আপনার পরিবারকে রূপান্তরিত করুন প্রশান্তির উৎসে। ধর্ম ও ধর্মাচার আমরা অনেকে হয়তো নামাজ পড়ি, কিন্তু স্রষ্টার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার অনুভূতির স্তরে পৌঁছতে পারি না। রোজা রাখছি কিন্তু তবু যেন কিছু অপূর্ণতা রয়ে যাচ্ছে আমাদের ভুলের কারণে, যার জন্য আত্মিকভাবে সে তৃপ্তি অনুভব করতে পারছি না। স্রষ্টার কাছে পৌঁছার পথে কিছু বাস্তব নিয়ম অনুসরণ করা প্রয়োজন- যার মাধ্যমে পথের যাত্রা সহজ হবে এবং দ্রুত পৌঁছানো যাবে। অনেক সময় ধর্মকে কঠিন করে ফেলা হয় বা অন্য কারও মুখে শুনে আমরা নির্দিষ্ট কোনো ধর্মাচার পালন করতে উদ্বুদ্ধ হই, যা হয়তো নিজের কাছেও পরিষ্কার নয়। এর ফলে ধর্মের সে আলো আমাদের হৃদয়ে পৌঁছতে পারে না।

এখন যেহেতু হাদিস শরিফ আমাদের হাতে হাতে, আমরা নিজেরাই দেখে নিতে পারি যে, নবীজী আসলে কী করতে বলেছেন, কীভাবে করতে বলেছেন। ধর্ম প্রশান্তির পথ, আলোর পথ। আমরা যত আমাদের নবীজীর বাণী অনুসরণ করতে পারব তত ধর্মের গভীরে আলোর দেখা পাব। এ জন্য আপনি ধর্মীয় যে আচারগুলো অনুসরণ করেন, যেমন নামাজ আদায়, রোজা রাখা, যাকাত দেওয়া, দান করা, কোরবানি করা ইত্যাদি বিষয়গুলো হাদিস শরিফে পড়ে আপনার জ্ঞানকে আরেকটু ঝালাই করে নিন। নতুন নতুন পয়েন্টস সংযুক্ত করুন। প্রিয় নবীর হাত ধরে আপনার ধর্ম সাধনায় যোগ হবে নতুন দিগন্ত, নতুন মাত্রা। একটি বই যখন আপনি পড়ার জন্য পড়বেন আর যখন বাস্তব জীবনে প্রয়োগের জন্য পড়বেন, তখন বইটিকে আপনি ভিন্নভাবে উপলব্ধি করবেন। আপনার প্রয়োজনকে অনুভব করে হাদিস শরিফ পড়া শুরু করুন। দেখবেন বই আপনার সঙ্গে কথা বলছে। একজন মহাপুরুষ, একজন দার্শনিক, একজন সমাজ বিপ্লবী, একজন সফল মানুষ, এক অসাধারণ হৃদয়বান ব্যক্তি এবং পৃথিবীর বুকে শেষ নবী- হজরত মুহাম্মদ (সা.)। তার প্রজ্ঞা ও দূরদৃষ্টি তাকে তার পর্যায়ে পৌঁছে দিয়েছিল। তাই তিনি রেখে যেতে পেরেছেন এমন এক বাণী সংকলন, যা ১৪০০ বছর ধরে যে কোনো সংকটে, যে কোনো প্রয়োজনে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে। আগামী শত বছরেও দেখাবে।

আজ পৃথিবীজুড়ে যে অস্থিরতা, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যে অস্থিরতা থেকে মানুষ মুক্তি খুঁজছে। কিন্তু কীভাবে খুঁজতে হয় মানুষ জানে না। পরম করুণাময় তাই সময়ের প্রয়োজনে আমাদের কাছে শেষ নবীকে পাঠিয়েছেন। নবীজী খুব সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করা যায় এমন পয়েন্টস আকারে আমাদের তার বাণীগুলো দিয়ে গেছেন। বাংলা ভাষায় সে বাণীগুলোকে সহজ করে তুলে ধরা হয়েছে হাদিস শরিফ বইয়ে। এখানে প্রতিটি বাণী প্রতিটি পয়েন্ট যে কোনো জায়গায় যে কোনো সময়ে যে কোনো ক্ষেত্রে শিখে আপনি সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করতে যে খুব কষ্ট হবে তাও নয়। প্রয়োজন একটু চর্চা, একটু নিয়মিত চোখ বুলানো। আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে এই নিয়ত করি যে, আমরা যেন এই জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এবং এই হাদিসটি (১৬নং) স্মরণে রাখি; সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ বেশি পছন্দ করেন। প্রতিটি কল্যাণকর কাজে সাহস করে ঝাঁপিয়ে পড়। আল্লাহর কাছে তা চাও এবং পাওয়ার জন্যে বিরামহীনভাবে লেগে থাক। নিজের ওপর বিশ্বাস রাখ। কখনো হাল ছেড়ে দিও না। কোনো বিপদ-মুসিবত এলে কখনো বলো না যে, যদি এটা না করতাম তাহলে এ বিপদ হতো না। কারণ এই যদি শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয়। বরং বল, আল্লাহ যা নির্ধারিত করেছেন, তাই হয়েছে। (আর ভবিষ্যতে কী করতে পার, তার পরিকল্পনা কর।) আবু হুরায়রা (রা.); মুসলিম, ইবনে মাজাহ।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

জাবিতে গণপিটুনির ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি লায়ন ফারুকের

জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, এক সমন্বয়ককে অব্যাহতি

ড. ইউনূসকে ধন্যবাদ জ্ঞাপন মুক্তিযোদ্ধা পরিবারের

মাদারীপুরে কৃষককে পিটিয়ে হত্যায় মানববন্ধন

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ

তিন মাস ধরে ১৪০০ চা শ্রমিকের মজুরি বন্ধ

১০

নীতিমালার খসড়া অনুমোদন / সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদেরও

১১

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

১২

বিটকয়েনে বার্গারের দাম পরিশোধ করলেন ডোনাল্ড ট্রাম্প

১৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৭

১৪

চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে : শওকত মাহমুদ

১৫

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের নির্মাণসামগ্রী ও গবাদিপশু দিল বিএনপি

১৭

ছেলে নিহতের চার ঘণ্টা পর মারা গেলেন বাবা

১৮

আন্দোলনে থাকা নেতাকর্মীদের পেছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক 

১৯

দেড় মাসেও হদিস মেলেনি বগুড়া থানার লুট হওয়া অস্ত্রের

২০
X