সরকার জারিফ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির আন্দোলন

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ছবি : বিভিন্ন ওয়েবসাইটের কোলাজ
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ছবি : বিভিন্ন ওয়েবসাইটের কোলাজ

জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতির ময়দান। নির্বাচনকালীন সরকার নিয়ে বিপরীতমুখী অবস্থানে থাকা আওয়ামী লীগ ও বিএনপি দুদলই এখন রাজপথে। সরকারের পদত্যাগের একদফা দাবিতে অটল বিএনপি; অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বক্তব্য একটাই— শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন।

বাংলাদেশের রাজনীতির এই উত্তাপময় অবস্থার চিত্র উঠে এসেছে বিদেশি গণমাধ্যমের শিরোনামে। সরকার পতনের দাবি আদায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সংবাদ ফলাও করে প্রকাশিত হয়েছে এসব গণমাধ্যমে।

‘বিএনপির এক দফা’ দাবিতে চলমান আন্দোলন এবং পুলিশের সঙ্গে ঢাকার রাজপথে সংঘর্ষ নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছে আলজাজিরা, ডয়েচে ভেলে, রয়টার্স, এপি, এফপি, গার্ডিয়ান, ডনসহ বিভিন্ন নামকরা সংবাদমাধ্যমে। এ ছাড়াও আরও কিছু বিদেশি গণমাধ্যম এ নিয়ে সংবাদ করেছে। তার মধ্যে রয়েছে—দ্য হিন্দু, আরবনিউজ, হিন্দুস্তান টাইমস, ডব্লিউআইওএন, ওয়াশিংটন টাইমস, স্কাইনিউজ অস্ট্রেলিয়া, পাকিস্তান অবজার্ভার, দ্য আইল্যান্ড (শ্রীলঙ্কা)।

এসব গণমাধ্যমে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের উল্লেখযোগ্য কয়েকটি শিরোনাম :

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান পত্রিকা লিখেছে—‘প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশে পুলিশের সঙ্গে আন্দোলনরতদের সংঘর্ষ।’ পাকিস্তানের ডন লিখেছে—‘বাংলাদেশে পুলিশের সঙ্গে রাজধানীতে আন্দোলনকারীদের সংঘর্ষ।’ জার্মানির ডয়েচে ভেলের শিরোনাম—‘বাংলাদেশ : বিরোধীদলের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।’ এপি নিউজের শিরোনাম—‘কে পরবর্তী নির্বাচনের তদারকি করবে তা নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন ও বিরোধী দলের মিছিল’।

ভারতের হিন্দুস্তান টাইমস একটি ভিডিও রিপোর্টের শিরোনামে লিখেছে—‘ফুঁসছে বাংলাদেশ : শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে সহিংসতা’। আরেক জনপ্রিয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ১৩ জুলাই বিএনপি ‘এক দফা’ দাবি ঘোষণার পর ঢাকার রাজনৈতিক অবস্থা নিয়ে ‘শাসক-বিরোধী ‘দফা’র লড়াই, দফারফা ঢাকার’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

উল্লিখিত বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এসব সংবাদে আন্দোলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং বিএনপি নেতাকর্মীদের আটকের বিবরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ছবি ও ভিডিওতে উত্তাল ঢাকার চিত্র সামনে এসেছে। তা ছাড়া এসব প্রতিবেদনে জনদুর্ভোগ, বাস পোড়ানো, আওয়ামী লীগের সতর্ক অবস্থান, বিএনপির আন্দোলনকারীদের বক্তব্য, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতির তথ্য তুলে ধরা হয়।

এদিকে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় শনিবার (২৯ জুলাই) বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে একটি অনুষ্ঠান প্রচারিত হয়। সেই টকশোতে উপস্থিত ছিলেন নিউ এজের অনুসন্ধানী সাংবাদিক মুক্তাদির রশীদ, বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আওয়ামী লীগের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। ‘ইনসাইড স্টোরি’ নামের ২৮ মিনিট ৪৫ সেকেন্ডের ওই অনুষ্ঠানে বিএনপির সাম্প্রতিক আন্দোলন এবং বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে সচিত্র প্রতিবেদনও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। যখন সংবিধান পরিবর্তনের মাধ্যম তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আদালত সিদ্ধান্ত দিয়েছিল তখন বিএনপি কেন আইনি কোনো পদক্ষেপ নেয়নি, সে প্রশ্নও তোলেন তিনি। এ আলোচনায় ১/১১ এর সময় কীভাবে দুই বছর সেনাশাসন চলেছিল তা নিয়েও কথা হয়। এদিকে, আলোচনার শুরুতেই রুমিন ফারহানা দাবি করেন, ‘বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক দেশ নেই’। অনুষ্ঠানের শেষে সাংবাদিক মুক্তাদির রশীদও সঞ্চালকের এক প্রশ্নে দেশে পরিপূর্ণভাবে কার্যকর গণতন্ত্র নেই বলে মতপ্রকাশ করেন। এ সময় তিনি বিরোধীদলীয় নেতাকর্মীদের আটকের কথা উল্লেখ করেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনাও করেন।

গত ২৮ জুলাই মহাসমাবেশে ঢাকার রাজপথে লাখো মানুষের জমায়েত করতে পেরেছিল বিএনপি। এর পরের দিনই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি দেয় দলটি। অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির এসব কর্মসূচি ঘিরে দেশজুড়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও সতর্ক অবস্থান নেয় এবং কিছু স্থানে সংঘর্ষও হয়।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যানকন মটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের চুক্তি

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : নয়ন

‘এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না’

জুলাই বিপ্লবে আহত মুক্তিযোদ্ধার ছেলে বাবুকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

সাভারের তরুণীর টানে ঢাকায় কোরিয়ান যুবক

‘আ.লীগের মতো চোর পৃথিবীতে আর নেই’

‘উড়ন্ত চক্ষু হাসপাতালের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ’

১০

সেন্টমার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা

১১

যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

১২

টেনিসে বাংলাদেশের আরেকটি জয়

১৩

ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান

১৪

‘বাংলাদেশের সব জায়গায় নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে’

১৫

শিরোপা দিয়ে কিংসের মৌসুম শুরু

১৬

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে ইতালি

১৭

জামায়াত রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না : সেলিম উদ্দিন

১৮

২৩ রানের জন্য ফেরারি মিস আর্যবীরের

১৯

বড় যুদ্ধ বাধলে যেসব দেশকে পাশে পাবে রাশিয়া

২০
X