বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
মুজাহিদুল ইসলাম
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৪:২৯ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ঘটনাবহুল জুলাই

রাজনীতিতে সাত দিনে আলোচিত ১০ ঘটনা

রাজনীতিতে সাত দিনে আলোচিত ১০ ঘটনা। ছবি : সৌজন্য
রাজনীতিতে সাত দিনে আলোচিত ১০ ঘটনা। ছবি : সৌজন্য

বাংলাদেশের রাজনীতিতে গত সাত দিন ছিল ঘটনাবহুল। নির্বাচন পূর্ববর্তী এই সময় বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে দীর্ঘ সময় পর বিএনপির মাঠে নামা, অন্যদিকে সরকারের পাল্টা অবস্থান। বিএনপির পদযাত্রা ও ঢাকায় মহাসমাবেশের ডাক, জামায়াতের সমাবেশের ঘোষণা, গণঅধিকার পরিষদ ও নাগরিক ঐক্যের মতো দলগুলোর নিবন্ধন না পাওয়া, নূরের নির্বাচন কমিশন ঘেরাও, আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিদেশি মিশনগুলোর তৎপরতা, ঢাকা-১৭ আসনের নির্বাচন, হিরো আলমের ওপর হামলাসহ জুলাইজুড়েই রাজনীতিতে ঘটেছে নানা ঘটনা। সবমিলে জুলাই মাসকে রাজনীতির ঘটনাবহুল জুলাই বলাই যায়।

দুটি দলকে নিবন্ধন, বাকিদের আবেদন বাতিল

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ৯৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাই শেষে গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ১২টি দলের মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এই ১২টি দলের মধ্যে শেষ পর্যন্ত দুটি দলকে নিবন্ধন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আবেদন বাতিল করা হয়েছে আলোচিত গণঅধিকার পরিষদ ও এবি পার্টির মতো দলগুলোর। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সরকারের সঙ্গে ভিন্নমনা দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি।

বিএনপির পদযাত্রা

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে বিএনপি। ১৮ জুলাই ঢাকা মহানগরীসহ সারা দেশে সব মহানগর ও জেলায় এবং ১৯ জুলাই ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপির এ পদযাত্রাকে ঘিরে পাল্টা ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপির এই পদযাত্রা ও পাল্টাপাল্টি অবস্থান ঘিরে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয় দেশের বিভিন্ন জেলায়। লক্ষ্মীপুর, বগুড়া, কিশোরগঞ্জ, ঢাকা এমনকি খাগড়াছড়িতেও সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে লক্ষ্মীপুরে দুজন বিএনপি কর্মী নিহত, বগুড়ায় ৭ নেতাকর্মী গুলিবিদ্ধ, কিশোরগঞ্জ, খাগড়াছড়িতে শতাধিক বা অর্ধশতাধিক করে কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির মহাসমাবেশের ডাক

আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় এ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মহাসমাবেশই বিএনপির ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করছেন কেউ কেউ। এই মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলেও জানিয়েছে বিএনপি।

জামায়াতের সমাবেশের ঘোষণা

রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কার্যালয়ে আবেদন করে জামায়াত। জামায়াত আগামী ১ আগস্ট ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর এখন বাংলাদেশে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। ২০১৩ সালের পহেলা আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

নুরের নির্বাচন কমিশন ঘেরাও

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। অবশ্য পুলিশি বাধায় গণঅধিকার পরিষদের কর্মসূচি সফল হয়নি।

গণঅধিকার পরিষদের কার্যালয় হারানো

রাজধানীর পুরানা পল্টনের প্রিতম-জামান টাওয়ারের ৬ তলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন ভবনের মালিকপক্ষ। ভাড়া বাকি থাকার অভিযোগ দেখিয়েছেন তিনি। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতারা বলছেন, কোনো একটি মহলের তাগাদায় তাদের কার্যালয়ে তালা লাগানো হয়েছে।

এ ঘটনায় গণঅধিকার পরিষদের কর্মীদের অবস্থান কর্মসূচি এবং পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

হিরো আলমের ওপর হামলা

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সময় হামলার শিকার হন হিরো আলম৷ নির্বাচনে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হিরো আলমের ওপর হামলার এ ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দেয় সামাজিক মাধ্যমে। এমনকি, হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ১২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস৷

আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিরোধী দল বিএনপির সমাবেশের পাল্টা হিসেবে সারা দেশে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। ‘বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে এই ‘শান্তি সমাবেশ’ বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজপথে নিজেদের শক্তি দেখাতে চায় দলটি।

বিএনপির একদফা আন্দোলন কর্মসূচি ও পাশাপাশি আওয়ামী লীগের শান্তি সমাবেশের কারণে জুলাইজুড়েই সারা দেশে অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিদেশিদের দৌড়ঝাঁপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী এই অস্থিতিশীল পরিবেশে দৌড়ঝাঁপ করছেন বিদেশিরাও। বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।

সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের‍ ওই প্রতিনিধিদল বাংলাদেশ সফর শেষ করেছে শনিবার (২২ জুলাই)। দুই সপ্তাহ ধরে বাংলাদেশে প্রায় ১০০টি বৈঠক করেছেন তারা। বাংলাদেশের আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, সেটি পর্যালোচনা করে দেখতে বাংলাদেশে এসেছিল এই দলটি।

এ ছাড়া এই সময়টিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশের এমনকি জাতিসংঘের প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করেছেন।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অতঃপর...

আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার চাই : মির্জা ফখরুল

পাইরেসি রুখতে শাকিবের বার্তা

বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মীরা

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

তমার জন্য রাফী লাকি : নিশো 

চিপস কিনতে গিয়ে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

পরকীয়ার অভিযোগে খুঁটিতে বেঁধে প্রবাসীর স্ত্রীসহ যুবককে নির্যাতন

সরকারের দায়িত্ব গ্রহণের পর জঙ্গিবাদের উত্থান হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

সম্প্রীতির অনন্য নজির, ঈদে এবার হিন্দুদের শরবত খাওয়াল মুসলিমরা

১১

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে : উপদেষ্টা মাহফুজ

১২

লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

১৩

সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

১৪

মেসিবিহীন আর্জেন্টিনার ফিফা র‌্যাঙ্কিংয়ে অভিনব কীর্তি

১৫

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

১৬

আবারও বিশ্বকাপ ট্রফির সঙ্গে মেসি

১৭

দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো

১৮

অনেক ভুল করেও রিয়াল ফাইনালে ওঠায় আনচেলত্তির স্বস্তি

১৯

মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

২০
X