বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
মুজাহিদুল ইসলাম
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির সমাবেশ

কী ঘটতে যাচ্ছে ২৭ জুলাই

কী ঘটতে যাচ্ছে ২৭ জুলাই। ছবি : সৌজন্য
কী ঘটতে যাচ্ছে ২৭ জুলাই। ছবি : সৌজন্য

সবার মুখে একটেই জিজ্ঞাসা—কী ঘটতে যাচ্ছে ২৭ জুলাই। বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল রাজপথে আবারও মুখোমুখি অবস্থানে। একই দিনে সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশ আর আওয়ামী লীগের শান্তি সমাবেশ। একই দিন অন্যান্য দলও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে।

আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় এ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মহাসমাবেশই বিএনপির ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করছেন কেউ কেউ। সেই ২৭ তারিখেই ক্ষমতাসীনদের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে পাল্টা কর্মসূচি। ফলে জনমনে আতঙ্ক–কী ঘটবে ২৭ জুলাই?

বিএনপির মহাসমাবেশ

২৭ তারিখের মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে গতকাল দলটির যৌথসভাও অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনা দিয়েছেন। বৈঠক সূত্র জানায়, মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

এই মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে জানিয়ে পরবর্তী কর্মসূচির বিষয়েও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সমাবেশের দিনে কোথাও বাধা-বিঘ্নের ঘটনা ঘটলে নেতাকর্মীদের কী করণীয় হবে তাও বলে দেওয়া হয়েছে বৈঠকে।

আজ মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ফেসবুকে এক লাইভ বার্তায় ২৭ তারিখের মহাসমাবেশে জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য এবং সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।

২৭ তারিখ ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশ

ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশও ২৭ জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ওইদিন দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা।

ভিপি নুরের হুমকি

২৭ তারিখ থেকে ট্রেইলার দেখবেন বলে ঘোষণা করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশি বাঁধার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আজ পিছু হটলেও আগামীকাল থেকে হটব না। এ সরকারের মরণঘণ্টা বাজাব। আরও ট্রেইলার দেখবেন ২৭ তারিখ থেকে। আমরা এখন চূড়ান্ত দফারফার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এতদিন যা দেখেছেন ট্রেইলার, এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ ফাইনাল খেলায় যারাই সামনে পড়বে ফুটবলের মতো উড়িয়ে দিতে হবে।’

আওয়ামী লীগের শান্তি সমাবেশ

২৭ তারিখে বিএনপির সমাবেশ ঘিরে ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে পালটা কর্মসূচি। এদিন শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগের তিন সংগঠন। বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

উল্লেখ্য, বিএনপি তাদের চলমান কর্মসূচিতে সমাবেশ ডাকলেই পাশাপাশি কোনো অবস্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ডেকে যাচ্ছে ক্ষমতাসীন দল। যদিও তারা এটাকে পাল্টা সমাবেশ নয় বরং ‘শান্তি সমাবেশ’ বলে ঘোষণা দিয়েছেন।

১ আগস্ট ঢাকায় জামায়াতের সমাবেশ

আগামী ১ আগস্ট ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বেশকিছু দাবিতে সমাবেশ করবে তারা। জামায়াতের আমির মুজিবুর রহমান বলেছেন, ২৮ জুলাই সব বিভাগীয় শহরে মিছিল, ৩০ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে জামায়াত।

কী ঘটতে পারে ২৭ তারিখ?

নিজেদের কঠোর অবস্থান থেকে ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি, বিএনপির সমমনা দলগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগও। ২৭ জুলাই ঘিরে জনমনে আতঙ্ক- কী ঘটতে পারে ২৭ তারিখ?

লেখা - মুজাহিদুল ইসলাম

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১০

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১১

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১২

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

১৩

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

১৪

ফোন না ধরার অভিযোগের বক্তব্য নিতে ফোন করলেও ধরেননি ঢাবি ভিসি

১৫

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

১৬

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

১৮

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

১৯

চাঁদা দাবি করে বিএনপিপন্থি চিকিৎসককে ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

২০
X