তানজিনা তাবাস্সুম নোভা
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির যে স্থানগুলো আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন

সৌদি আরব ভ্রমণ। ছবি : সংগৃহীত
সৌদি আরব ভ্রমণ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় দার্শনিক সেন্ট অগাস্টিন বলেছেন, ‘পৃথিবীটা একটা বই, আর যারা ভ্রমণ করে না তারা এক পাতাই পড়ে’। পৃথিবী নামক এই বইটিকে পড়ে ফেলতে এবং টানা কর্মব্যস্ততায় জীবন যখন হাঁসফাঁস, ঠিক সেই সময়ে মনে প্রশান্তি অনুভব করতে ভ্রমণের বিকল্প কিছু হতেই পারে না। নিজের জন্য কিছুটা সময় বের করতে পারলে অনায়াসেই আপনি বিশ্বের কিছু স্থান বেছে নিতে পারেন। ঠিক তেমনি একটি স্থান হতে পারে এশিয়ার সবচেয়ে বড় আরব এবং আরবের দ্বিতীয় বৃহৎ দেশ সৌদি আরব।

এই ভূমিতে আছে বেশকিছু রোমাঞ্চকর, চমকপ্রদ ও ঐতিহাসিক স্থান। এর মনোমুগ্ধকর সৌন্দর্য পর্যটকদের মনে এনে দিতে পারে প্রশান্তির ছোঁয়া। চলুন জেনে নেই, সৌদি আরবে আপনি কোন কোন জায়গায় ঘুরে আসতে পারেন।

১। ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়ানো আর খোলা আকাশের নিচে নৈশভোজ

সৌদির প্রথম কোনো স্থান হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছিল হেগরা। প্রকৃতিপ্রেমী ও ইকোট্যুরিজমে আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার গন্তব্যস্থল হয়ে উঠতে পারে। ৫২ হেক্টর জুড়ে গঠিত এই স্থানে আছে ১৩১টি সমাধি এবং অসংখ্য শিলা বা পাথর।

এখানে ভ্রমণে বিশেষ অভিজ্ঞতা পেতে পর্যটকরা ঘোড়ার গাড়িতে চড়তে পারেন, যা আপনাকে রোমাঞ্চকর অনুভূতি দিতে পারে। প্রাচীন এই হেগরা নগরীতে রাত্রি যাপন আপনার জন্য চমৎকার সুযোগ এনে দেবে। খোলা আকাশের নিচে স্থানীয় রাউয়ি বা গল্পকথকরা গাইড হিসেবে আপনাকে সেই অ্যারাবিয়ান নাইটস বা আরব্য রজনীর গল্পগুলো শোনাবেন। এখানেই শেষ নয়, কুজার লিহিয়ান সন-এর মনোলিথিক সমাধি থেকে শুরু প্রাচীন ভোজসভার হলো — নাবাতেন সভ্যতার স্থাপত্যের অনেক নিদর্শনও এখানে আছে। এই অনন্য নিদর্শনগুলো দর্শনার্থীদের মুগ্ধ করবে। আর সর্বশেষে আছে হেগরার তারা ঝলমলে আকাশের নিচে ব্যক্তিগত নৈশভোজের ব্যবস্থা।

২। আল কারাহ পর্বতের সৌন্দর্য

আল হোফুফ থেকে আল আহসা ন্যাশনাল পার্কের দিকে গাড়িতে করে মাত্র ২৫ মিনিট পূর্বদিকে গেলেই পাওয়া যাবে আল কারাহ গ্রাম ও পর্বত। আল কারাহ পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আশপাশের জায়গাগুলোর আরবি নামের গভীর ব্যাখ্যা অনুধাবন করা যায়। গভর্নরেটের উপাধি ‘আল আহসা’ দ্বারা ‘কলকল স্রোত’ বোঝানো হয়। আবার প্রধান শহর হোফুফ-এর নামের অর্থ হলো ‘বাতাসের শব্দ।’ চূড়াটি পাহাড় ও সমুদ্রস্তর থেকে যথাক্রমে ৭৫ ও ২০৫ মিটার উঁচুতে অবস্থিত। তারপরও চূড়ায় উঠতে খুব বেশি কষ্ট করতে হয় না। এই চূড়া থেকে আল আহসার চমৎকার ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়।

পর্বতের চূড়া থেকে দেখতে পাওয়া দৃশ্যাবলির পাশাপাশি এর রহস্যময় গুহাগুলোও ভ্রমণকারীদের নজর কাড়বে। আল শাদকাম মালভূমির পূর্ব সীমান্তে আল কারাহ পর্বত অবস্থিত। এটি উত্তরে কুয়েত এবং ইরাকের সঙ্গে এবং দক্ষিণে রুব আল খালি মরুভূমির সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে এই গুহাগুলো সৃষ্টি হয়েছে। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে এ অঞ্চলের উপবায়বীয় আবহাওয়া তৈরি হয়েছে বৃষ্টি ও নদী দ্বারা। এর ফলে পর্বতটির স্বতন্ত্র আকৃতি, গুহা এবং মাশরুমের মতো আকৃতি গঠিত হয়েছে। এই প্রক্রিয়াটি পর্বতের মধ্যে দৃষ্টিনন্দন সরু গিরিখাত এবং লম্বা অভ্যন্তরীণ প্যাসেজও সৃষ্টি করেছে।

৩। দিরিয়াহ্-এর নতুন ডাইনিং প্লেস

ঐতিহাসিক দিরিয়াহ্ জেলায় অবস্থিত ২০টি উন্নতমানের রেস্টুরেন্ট ও ক্যাফে নিয়ে গঠিত প্রিমিয়াম ডাইনিং প্লেস বুজাইরি টেরেস। এর পাশেই অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত এবং সৌদি আরবের জন্মস্থান বলে পরিচিত স্থান আল-তুরাইফ। বুজাইরি টেরেস থেকে এই স্থানটি পরিষ্কারভাবে দেখা যায়। সারা পৃথিবীর বিভিন্ন এলাকার সেরা সব খাবার এখানে পাওয়া যায়। এর মধ্যে আছে ফরাসি ক্যাফে, আফ্রিকা থেকে অনুপ্রাণিত লাউঞ্জ, থাই স্ট্রিট ফুড, ক্যান্টোনিজ বিলাসবহুল রেস্টুরেন্ট ইত্যাদি।

৪। সাগরের তীরে একান্ত কিছুটা সময়

সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য লোহিত সাগর প্রসিদ্ধ। এখানে এক জায়গাতেই পাওয়া যাবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম প্রবাল প্রাচীর, ৯০টি অনাবিষ্কৃত দ্বীপ, পর্বত এবং ম্যানগ্রোভ। অ্যাডভেঞ্চার, বিনোদন সব মিলিয়ে অনন্য অভিজ্ঞতার জন্য এই স্থানটি অসাধারণ। এখানেই শেষ নয়! কচ্ছপ, অক্টোপাস ও দুর্লভ সব মাছও এখানে দেখতে পাওয়া যায়। সেইসঙ্গে আছে স্নরকেলিং, স্কুবা-ডাইভিং, কায়াকিং ও ইয়টিংসহ নানা ধরনের কর্মকাণ্ডের সুযোগ।

স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে আশপাশের ধ্বংসাবশেষ ও অন্যান্য স্থান আবিষ্কারের জন্য লোহিত সাগর একটি দারুণ জায়গা। লোহিত সাগরের সুন্দর সূর্যাস্তকে পটভূমিতে রেখে প্রাপ্তবয়স্করা ফ্লাইবোর্ডিংও করতে পারেন।

প্রসঙ্গত, আগের চেয়ে বর্তমানে সৌদি ভ্রমণ এখন অনেক সহজ হয়েছে। ভিসা প্রক্রিয়াও ক্রমাগত উন্নত করা হচ্ছে। এখন বিশ্বের ৬৩টি দেশ ই-ভিসা প্রোগ্রামের আওতায় আছে। সঙ্গে আরও আছে ৯৬ ঘণ্টার ফ্রি স্টপওভার ভিসা।

তানজিনা তাবাসসুম নোভা : ফ্রিল্যান্স লেখক ও অনুবাদক

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন

আ.লীগ দেশকে নরকপুরীতে পরিণত করেছিল : টুকু

বছরে দুবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি ও একটি মেডিকেল মিরাকল

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য

যুবদলে কোনো হাইব্রিডের জায়গা হবে না : শরীফ উদ্দিন

ইনিংস ব্যবধানে জিতল ঢাকা

মধুচন্দ্রিমার জন্য অদ্ভুত যত হোটেল

কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়

‘ছাত্রদলের শহীদদের অবদান বিন্দুমাত্র স্বীকার করছে না অন্তর্বর্তী সরকার’

১০

নিজের রেকর্ড ভাঙলেন মাবিয়া

১১

বৈশ্বিক জোটের মর্যাদাপূর্ণ সদস্য হলো বাংলাদেশ

১২

শিল্পকলায় কবিতা আবৃত্তি, পাঠের আসর

১৩

বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

১৪

শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান আবদুস সালামের

১৫

রোনালদোর বিরুদ্ধে বিল পরিশোধ না করার অভিযোগ

১৬

‘তাদের টার্গেট ছিল একটা করে স্টাম্প ফেলে দেওয়া’

১৭

১১নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

১৮

এমজি ও প্রোটন গাড়ির সব সেবা এখন র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে

১৯

খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

২০
X