ডা. সাঈদ এনাম 
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমে ব্যর্থ হয়ে ‘পাগল’ হওয়া : বিজ্ঞান কী বলে?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রেম! ছোট্ট একটা শব্দ, কিন্তু ধাক্কাটা দিতে পারে ভূমিকম্পের মতো! যারা প্রেমে মজেছেন, টুকটাক অভিজ্ঞতা আছে, তারাই বলতে পারেন যে এর মধ্যে অন্যরকম নেশা আছে। কিন্তু প্রশ্ন হলো- প্রেমে সফল হলে ভালো কিন্তু ব্যর্থ হলে কি কেউ মানসিক রোগী হয়ে যায়? নাকি এটা শুধু বাংলা সিনেমার ‘মেলোড্রামা’ আর রোমান্টিক কবি-সাহিত্যিকদের ‘কাব্যিক অতিরঞ্জন’?

বিজ্ঞান কী বলে?

প্রেম মূলত ব্রেইনের ডোপামিন সেরোটোনিন আর অক্সিটোসিন এর খেলা। প্রেমে ব্যর্থ হলে বা ‘রিলেশন ব্রেকআপ’ প্রেমিক প্রেমিকাদের প্রচণ্ড মানসিক পীড়া দেয়, কিন্তু এ দুঃখজনক ঘটনা সরাসরি প্রেমিক প্রেমিকার মধ্যে মানসিক রোগ তৈরি করে না। তবে যদি কারও মস্তিষ্কে মানসিক রোগের জন্য জিনগত প্রবণতা (Predisposing Factor) থাকে, তাহলে প্রেমে ব্যর্থতা ট্রিগার (Precipitating Factor) হিসেবে কাজ করতে পারে।

ধরুন, আপনার কাছে একটা লোডেড রিভলভার আছে। এটা হলো Predisposing Factor- অর্থাৎ জিনে বা পরিবারে মানসিক রোগ আছে। এখন যতক্ষণ না ট্রিগারে চাপ পড়ছে, গুলি বের হবে না। প্রেমে ব্যর্থ হওয়া, চাকরি হারানো বা অন্য বড় মানসিক ধকল হলো সেই Triggering Factor। ট্রিগার চাপলেই গুলি বের হবে!

অর্থাৎ, কেবলমাত্র প্রেমে ব্যর্থ হলেই মানসিক রোগ হবে না, আগে থেকেই নিকটাত্মীয়ের মধ্যে মানসিক অসুস্থতার প্রবণতা থাকে, তাহলে সেটার প্রকাশ ঘটতে পারে।

সিনেমার মতো প্রেমে ব্যর্থ হয়ে ‘বাউল’ হওয়া?

সিনেমায় দেখি, প্রেমে ব্যর্থ হয়ে কেউ রাস্তায় ছেঁড়া কাপড় পরে ট্রাফিক কন্ট্রোল করছে, কেউ ল্যাম্পপোস্ট জড়িয়ে ‘ওগো প্রিয়া’ বলে কাঁদছে! বাস্তবে কি এমন হয়?

উত্তর : না, হয় না।

যদি সত্যিই প্রেমে ব্যর্থ হলেই মানুষ মানসিক ভারসাম্য হারাতো, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক সিগন্যালে লাল-সবুজ বাতির বদলে ব্যর্থ প্রেমিক-প্রেমিকারা হাতে হারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকতো! ট্রাফিক কন্ট্রোল করতো।

বাস্তবতা হলো- প্রেমে ব্যর্থ হলে প্রেমিক প্রেমিকা কিছুদিন কষ্ট পান, মন খারাপ থাকে, হয়তো একটু গোপনে কাঁদেনও। কিন্তু ধীরে ধীরে বাস্তবতা অনুধাবন করেন, স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তবে একটু সময় লাগে, জীবনের ঘটে যাওয়া একটি প্যাথেটিক ঘটনা ভুলতে কম হলে ৬ মাস সময় লাগে

বারবার প্রেমে জড়ানো বা বারবার ব্যর্থ হওয়া : এটা কি মানসিক রোগ?

কেউ কেউ বারবার সম্পর্কে জড়ান, বারবার ব্যর্থ হন, তবুও দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রেমে ঝাঁপ দেন! বিষয়টা কি কপালের দোষ, নাকি এর পেছনে বিজ্ঞান আছে?

বিজ্ঞান বলে, এ রকম বদ অভ্যাস Borderline Personality Disorder (BPD)-এর লক্ষণ হতে পারে। এই ব্যক্তিরা খুব দ্রুত আবেগের চূড়ায় ওঠেন, আবার খুব দ্রুত হতাশায় ডুবে যান। সম্পর্কের ক্ষেত্রে তারা অনেকসময় অনিশ্চিত আচরণ করেন। এদের মধ্যে ‘ইম্পালসিভিটি’, ‘সেক্সুয়াল প্রোমিসকুইটি’ ও ‘চিটিং গ্যাম্বলিং’ প্রবণতা বেশি দেখা যায়।

একটি মজার কেস স্টাডি!

একবার আমি একটি দম্পতির কেস পেয়েছিলাম, যেখানে প্রেমে ব্যর্থ হওয়ার পর দুজনেরই Schizophrenia Spectrum Disorder-এর লক্ষণ প্রকাশ পায়! পরে তদন্ত করে দেখা গেল- তাদের দুজনের পরিবারেই মানসিক রোগের ইতিহাস ছিল! প্রেমে ব্যর্থতা ছিল কেবল একটি কাকতালীয় ঘটনা, যা তাদের লুকানো মানসিক অসুস্থতাকে প্রকাশ করে দেয়। এই কেস নিয়ে আমার লেখা রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্টস, ইংল্যান্ডের নিউজলেটারে প্রকাশিত হয়েছিল।

উপসংহার :

প্রেমে ব্যর্থতা কষ্টদায়ক, কিন্তু মানসিক রোগ সৃষ্টি করে না। তবে যদি কারও জিনে মানসিক রোগের প্রবণতা থাকে, তাহলে প্রেমে ব্যর্থতা সেটাকে ট্রিগার করতে পারে। তাই প্রেমে ব্যর্থ হলে হতাশ না হয়ে জীবনকে নতুনভাবে নেওয়া, জীবনে প্রতিষ্ঠিত লাভকে অধিকতর গুরুত্ব দিয়ে সফল কাম হবার ধ্যান ধারণায় নিজেকে মনোনিবেশ করা উচিত।

লেখক : ডা. সাঈদ এনাম, এমবিবিএস (ডিএমসি,কে-৫২) এম ফিল সাইকিয়াট্রি, (বিসিএস -২৪), সহযোগী অধ্যাপক, সিলেট মেডিকেল কলেজ।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলের মতামতের তালিকাই হবে ‘জুলাই সনদ’ : প্রধান উপদেষ্টা

হামজার অভিষেকের দিনে জামাল নেই, ভারতের বিপক্ষে দারুণ শুরু

দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

এনজিও কর্মীকে যৌন নির্যাতন, ৮ দিন পর শাওন গ্রেপ্তার

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্যের সঙ্গে হাই-টেক পার্কের প্রকল্প পরিচালকের সাক্ষাৎ

জুনে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে : প্রধান উপদেষ্টা

১৩৫ গাড়ির বহর : সারজিসকে তাসনিম জারার খোলা চিঠি

‘প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন’

সরকারি অফিসে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত 

ডিএসসিসি / বঙ্গবন্ধু এভিনিউ শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে নামকরণ

১০

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছে : প্রধান উপদেষ্টা 

১১

নির্বাচন নিয়ে আবারও বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

১২

আরিচা-কাজীরহাট নৌরুটে ধর্মঘট, বন্ধ স্পিডবোট চলাচল

১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / শেখ পরিবার ও আ.লীগ সংশ্লিষ্ট ১৪ সড়ক-স্থাপনার নাম পরিবর্তন

১৪

১৯৭১ ও ২০২৪-এর মধ্যে মৌলিক পার্থক্য আছে : চসিক মেয়র

১৫

আমরা যুদ্ধাবস্থায় আছি : প্রধান উপদেষ্টা

১৬

‘গুজবের মহোৎসব চলছে, এটা পরাজিত শক্তির বড় হাতিয়ার’

১৭

গণহত্যাকারীদের বিচার এ দেশে হবেই : ড. ইউনূস 

১৮

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

১৯

প্রতিপক্ষের কোপে যুবকের পা বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে বড় ভাই নিহত

২০
X