রাজধানী আবারও ফিরছে চিরচেনা রূপে। ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন শহরের অস্থায়ী বাসিন্দারা। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের। একই সঙ্গে মহা সড়কেও ততটা চাপ সৃষ্টি হয়নি।
শুক্রবার (২১ জুন) সকালে কমলাপুরে ট্রেন থামছে নিদিষ্ট সময়ে। ভোর থেকেই যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে বাস। অপরদিকে সদরঘাটেও লঞ্চ ভিড়ছে স্বাচ্ছন্দ্যে।
চলতি মাসের শুরুতেই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছেড়েছিল মানুষ। সেই আনন্দ ও ছুটি শেষে ফের রাজধানীমুখী হচ্ছে তারা।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছে। দূরপাল্লার বাস থেকে নেমে গন্তব্যে যেতে সিএনজি, উবার ও পাঠাওয়ে শরণাপন্ন হচ্ছে।
গত ১৮ জুন ঈদের ছুটি শেষ হওয়াতে সেদিন থেকেই ঢাকায় আসতে শুরু করেন চাকরিজীবীরা। রোববার থেকে পুরোদমে চালু হবে মার্কেট ও বেসরকারি প্রতিষ্ঠান। যার কারণে আরও দুদিন ঢাকায় ফেরা মানুষের চাপ কিছুটা বাড়বে।
মন্তব্য করুন