কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বাজেট প্রণয়ন থেকে বাজেট বাস্তবায়নে কোথাও জনগণের অংশগ্রহণ নেই’

‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অংশীদারিত্ব এবং বাজেট  ভাবনা’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অংশীদারিত্ব এবং বাজেট  ভাবনা’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

বাজেট যখন প্রণয়ন করা হয় তখন মাঠপর্যায়ের মানুষের সঙ্গে কথা বলা হয় না। জনগণের জন্য বাজেট করছেন জনগণের মতামত নিচ্ছেন না। বাজেট প্রণয়ন থেকে বাজেট বাস্তবায়ন পর্যন্ত কোথাও জনগণের অংশগ্রহণ নেই।

মঙ্গলবার(১১ জুন) হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টার ও এএলআরডির যৌথ আয়োজনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অংশীদারিত্ব এবং বাজেট ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।

তিনি বলেন, প্রতিবছর বাজেটে কিছু কিছু খাতে ভালো বরাদ্দ পেলেও সেখানে পারিবারিক কৃষি, গ্রামীণ নারী, আদিবাসী জনগোষ্ঠী ও কৃষি-ভূমি-জলা সংস্কার খাত একদম অবহেলিত। এই খাতে জনগোষ্ঠীর মানুষের জীবন মান-উন্নয়নে আলাদা কোনো বরাদ্দ থাকে না। তবে সরকারের এসব খাতকে আলাদা করে বরাদ্দ দেওয়া উচিত। কারণ আমাদের হিসেবে বিভিন্ন খাতে সরকারের পারিবারিক কৃষির জন্য বরাদ্দ ৪০ হাজার ৫৬৭ কোটি টাকা যা মোট বাজেটের ৫.৩ শতাংশ ছিল। যদি গত বছরের মতো এ বছরও একই রকম বরাদ্দ থাকে তা হতে পারে প্রায় ৪৫ হাজার ৫৫৭ কোটি টাকা।

সিরডাপ মিলনায়তনের সেমিনারে এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী আর মোট জনসংখ্যার ৩৫.১ শতাংশ গ্রামীণ নারী। আমাদের হিসাবে গত বাজেটে গ্রামীণ নারীদের জন্য বরাদ্দ ছিল ৩১ হাজার ৩১৩ কোটি টাকা। যা মোট বাজেটের ৪.১ শতাংশ। চলমান বাজেট বরাদ্দে গ্রামীণ নারী তার ন্যায্য বরাদ্দ পাননি। আদর্শ অবস্থা বাস্তবায়ন কঠিনসাধ্য। তাই গ্রামীণ নারীর জন্য বিদ্যমান মাথাপিছু বরাদ্দের নিদেন পক্ষে দাবি করছি। গ্রামীণ নারীর মধ্যে ভূমিহীন, কৃষি-মৎসজীবিতার সাথে যুক্ত নারী, বিধবা এবং প্রতিবন্ধী নারীর সংখ্যা প্রায় ২ কোটি ৯০ লাখ। তাদের বাজেট-বরাদ্দ বঞ্চনা আরও বেদনাদায়ক। অনুমিত যে এই ধরনের গ্রামীণ নারীরা বাজেট থেকে মাথাপিছু পান সর্বোচ্চ ৭ হাজার ৫৭০ টাকা।

এ সময় তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য বাজেটে কোনো কাঙ্ক্ষিত ফল নেই। বাংলাদেশে কতসংখ্যক আদিবাসী আছে তার কোনো সরকারি পরিসংখ্যান নেই দেশে। চলতি অর্থবছরে আদিবাসী জনগোষ্ঠীর জন্য মোট বরাদ্দ ছিল ৬ হাজার ২৩ কোটি টাকা। আমরা আগামী অর্থবছরে এর দ্বিগুণ দাবি করছি এই জনগোষ্ঠীর মানুষের উন্নয়নের জন্য।

সেমিনারে আরও আলোচনা করেন ড. জামাল উদ্দিন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রাজ্জেকুজামান রতন, এএলআরডি প্রধান নির্বাহী পল্লব চাকমা, হিজরা জনগোষ্ঠীর প্রতিনিধি জয়িতাসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউলিপ কী মন্ত্রী হচ্ছেন?

বন্যা নিয়ে দুঃসংবাদ দুর্যোগ প্রতিমন্ত্রীর

জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা

নিজ এলাকায় চিকিৎসা নিতে এমপিদের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে : আইনমন্ত্রী

তাঁতীবাজার সড়ক অবরোধ / গান-কবিতায় বেগবান হচ্ছে জবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

প্রথম কার্য দিবসে কী করবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

এসিআইয়ে অভিজ্ঞতা ছাড়া চাকরি, আছে বিদেশ ভ্রমণের সুবিধা

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

১০

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

১১

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১২

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

১৩

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

১৪

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

১৫

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

১৬

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

১৭

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

১৮

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১৯

পুলিশি বাধায় সড়কেই বসে পড়ল জবি শিক্ষার্থীরা

২০
X