কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১০:০৬ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচনে আইন করে দলীয় প্রতীক পরিবর্তনের প্রয়োজন নেই : স্থানীয় সরকারমন্ত্রী

‘স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
‘স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

স্থানীয় সরকার নির্বাচনে আইন করে দলীয় প্রতীক পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, আইনটা এমনভাবে করা আছে, ভোট দলীয় প্রতীকে হতে পারে, আবার নির্দলীয় প্রতীকেও হতে পারে। এক্ষেত্রে আইন পরিবর্তন করার প্রয়োজন নেই।

শনিবার (৮ জুন) ‘স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এ সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

তাজুল ইসলাম বলেন, ডেমোক্রেসির সুযোগ থাকার কারণে মানুষ এই বিতর্ক করতে পারছে। বিতর্ক থাকবে না এটা ঠিক নয়। দলীয় প্রতীক কিংবা দলীয় প্রতীকবিহীন, আমি দুইটির কোনোটার পক্ষে-বিপক্ষে নই।

সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, একীভূত আইন মাদার ল’ করে এক আইনের মধ্যে করতে পারি। এগুলো একীভূত করা যায় কি না, সে বিষয়ে ভাবনার সময় এসেছে। অর্ধেকের বেশি পৌরসভা তাদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। গ্রাম ও শহরের বিভক্তি খুব ক্ষীণ হয়ে গেছে। যদি আমরা মাদার ল’ করি- অবশ্যই এখানে মার্কা (প্রতীক) থাকবে। একক তপশিলে একই দিনে ভোট করা সম্ভব, নির্বাচনের খরচ কমবে।

সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, প্রতীক (স্থানীয় সরকার নির্বাচনে) হওয়ার কথা ছিল না। প্রতীক দেওয়ার অর্থ হচ্ছে কেন্দ্রের হাতে থাকা। প্রতীক না দিলে যে সুবিধা হয় প্রচুর লোক এখানে অংশগ্রহণ করতে পারে। একটা দলের সুবিধা-অসুবিধার জন্য এই প্রতীক আনা হয়েছে। প্রতীকের কোনো প্রয়োজন নেই। আগে যেভাবে ছিল সেভাবেই থাকুক।

নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক আব্দুল আলীম বলেন, কোথাও আদৌ কোনো নির্বাচন হয় না। প্রথমত, যে দল ক্ষমতায় আসে তারাই লোক বসিয়ে দেয়। যেমন- মালয়েশিয়া, সেখানে সরাসরি নির্বাচন হয় না। দ্বিতীয়ত, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে হয়। স্থানীয় সরকারের কিছু পদে নির্বাচন হয়, কিছু পদ সংরক্ষিত থাকে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণমূলক করতে হবে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। জনগণের সম্পৃক্ততা, জনগণের নেতৃত্ব গড়ে তুলতে হবে। সংসদ সদস্যদের ২৫ কোটি টাকা দেওয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ তাদের সবাইকে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়া সংবিধান পরিপন্থি। সব উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় সরকারের মাধ্যমে করতে হবে।

স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, উপজেলা স্তরটা শক্তিশালী করা উচিত। (উপজেলা পরিষদ) পরিচালনার আইন ও বিধি-বিধান অস্পষ্ট ও অসঙ্গতি রয়েছে। যার ফলে প্রশাসনকে অকার্যকর করতে এই আইন যথেষ্ট। একই দলের বিদ্রোহী প্রার্থী থাকা দলীয় শৃঙ্খলা পরিপন্থি। প্রতীকবিহীন ভোটে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী। প্রতীক না দিলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ আছে। ফলে প্রতীক কিংবা প্রতীকবিহীন এটা বড় কথা নয়, রাজনৈতিক শিষ্টাচার বড় কথা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকন বলেন, দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা সময়োপযোগী সিদ্ধান্ত।

আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান-ইসরায়েল সীমান্তে ভারতীয়কে গুলি করে হত্যা

ইফতারে মুড়িতে জিলাপি, পক্ষে না বিপক্ষে

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগে বাধা নেই

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা প্রশ্নে হাইকোর্টে রুল

শ্রমিকের ‘আত্মহত্যা’, গাজীপুরে বিক্ষোভ

আনিসুল-সালমানসহ ৬ আসামি নতুন মামলায় গ্রেপ্তার

আদালতকে কামাল মজুমদার / মৃত্যুর আগ পর্যন্ত আ.লীগের রাজনীতি করব না

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা

চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

১০

২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দাবি বিপিএসএমটিএর

১১

মেসিকে ছাড়াই মায়ামির সহজ জয়

১২

জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর রদবদল

১৩

ফিলিস্তিনি নিয়ে তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ অস্কারে সেরা

১৪

শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

১৫

যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরষ্কার

১৬

ইতিহাস গড়ে সেরা চলচ্চিত্র ‘আনোরা, সেরা নির্মাতা ‘শন বেকার’

১৭

পঞ্চগড়ে বিপন্ন লক্ষ্মীপেঁচা উদ্ধার

১৮

ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত

১৯

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

২০
X