দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আসছে ঈদুল আজহার পর থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে। এর মধ্য দিয়ে পুরোনো সময়সূচিতে ফিরবে অফিসগুলো।
এর আগে বিকেল ৫টা পর্যন্ত অফিসের সময়সূচি ছিল। ২০২২ সালের ১৫ নভেম্বর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
নতুন এই সময়সূচি অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে।
এরপর একই বছরে ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলছিল।
মন্তব্য করুন