তীব্র গরম। জনজীবনে হাঁসফাঁস। দিন যত যাচ্ছে গরম তত বাড়ছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্ট হলেও কমছে না গরম। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও প্রশমিত হতে পারে। দুদিন পর তাপমাত্রা আরও বাড়তে পারে।
সোমবার (৩ জুন) আগামী তিন দিনের জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, পাবনার ঈশ্বরদী এবং সিরাজগঞ্জের তাড়াশে রোববার (২ জুন) দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকাসহ আরও বেশ কিছু অঞ্চলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সোমবার রংপুর, দিনাজপুর, সিলেট, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, যশোর ও বরিশাল জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পরের দিন মঙ্গলবার সকালের মধ্যে কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে তিন দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
এতে সারা দেশেই সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৫ জুন) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে।
মন্তব্য করুন