তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা জানতে আরও সময় লাগবে। তবে ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২৯ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, এবারের ভোটে এক হাজার ১৫২ জন প্রার্থী ছিলেন। ১৬ উপজেলায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। বাকি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে।
সিইসি বলেন, ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন।
এর আগে বিকেল ৪টায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়। এখন গণনার কাজ চলছে। এবার ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে প্রায় ৫৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। সঙ্গে থাকছে লক্ষাধিক আনসার সদস্য।
মন্তব্য করুন