উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে। এ ভোটে বুধবার (২৯ মে) দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৭ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
জাহাংগীর আলম বলেন, বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রার্থীর প্রতীক বরাদ্দ ছিল কোনো আইসক্রিম। কিন্তু ব্যালটে লাঠিযুক্ত আইসক্রিম দেওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ ছাড়াও ফেনীতে অনিয়মের অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান জাহাংগীর আলম।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।
তৃতীয় ধাপে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে প্রায় ৫৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। সঙ্গে থাকছে লক্ষাধিক আনসার সদস্য।
মন্তব্য করুন