জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত আজাদ আলীর কিশোর বয়সী ছেলে মো. জাহিদের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জাতীয় চিড়িয়াখানার একটি সূত্র জানায়, ঈদের দিন হওয়াতে চিড়িয়াখানায় মানুষের ঢল নামে। প্রতিদিনের মতোই হাতি দিয়ে ফুটবল খেলা দেখানো হচ্ছিল। কিছু সময় খেলাধুলার পর হঠাৎ করে হাতিটি বিগড়ে যায়। বিগড়ে গিয়ে সামনে একটি কিশোরকে পায়, পরে তাকে সুর দিয়ে ধরে আছাড় মারে। পরে কিশোরটির মৃত্যু হয়।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, বেলা ১১টার দিকে চিড়িয়াখানায় হাতির মাহুত আজাদ আলী তার ছেলে জাহিদকে নিয়ে হাতির খাঁচায় প্রবেশ করেন। এসময় মাহুতের ছেলেকে হাতি চিনতে না পারায় তার উপরে হামলা করে। পরে মাহুত আজাদ আলী চিড়িয়াখানার কাউকে না জানিয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। এরপর পথেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন