পরিবারের সব সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী। মোবাইলফোন অপারেটর কোম্পানীগুলো থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে ৬ ও ৭ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী ব্যক্তি। আর এ সময়ে ঢাকায় প্রবেশ করেছেন সাড়ে ৯ লাখেরও বেশি সিমধারী।
এবারের ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন চাকুরিজীবীরা। ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। এর পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার পয়লা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিন ছুটি নিশ্চিত। জানযোট ও ভোগান্তি এড়াতেই বৃহস্পতিবার (৪ এপ্রিল) সপ্তাহের শেষ কর্মদিবস থেকেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছেন।
গত বছর ঈদুল ফিতরের সময়ে ঈদের আগে পাঁচ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছিলেন।
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গত দুই দিনে রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন ব্যবহারকারী।
সিমধারী বলতে ইউনিক ইউজার বোঝানো হয়েছে। এদের মধ্যে নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা থাকতে পারে যারা ফোন ব্যবহার করেন না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন সে হিসেব পাওয়া কঠিন।
মন্তব্য করুন