বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের ফলে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে। শুধু বায়ু দূষণের ফলেই অকাল মৃত্যুর হার ৫৫ শতাংশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ২০২৩ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ওই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণে সময়মতো জরুরি পদক্ষেপ নিলে বছরে ১ লাখ ৩৩ হাজারের বেশি অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, পরিবেশ দূষণের ফলে শিশুদের আইকিউয়ের ক্ষতি হচ্ছে বছরে প্রায় ২০ মিলিয়ন পয়েন্ট। রান্নার কারণে বায়ু দূষণ তৈরি হয়ে শিশু ও নারীদের ক্ষতি বেশি হচ্ছে।
মন্তব্য করুন