কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০২:০৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

পল্টনের সব অলিগলিই নেতাকর্মীতে লোকারণ্য। ছবি: কালবেলা
পল্টনের সব অলিগলিই নেতাকর্মীতে লোকারণ্য। ছবি: কালবেলা

সরকারবিরোধী আন্দোলনের নতুন এক বার্তা দিতে রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হতে যাওয়া বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই পল্টনের সব অলিগলিই নেতাকর্মীতে লোকারণ্য হয়ে উঠেছে। জনসমুদ্রে পরিণত হয়েছে পল্টনের সব অলিগলি।

দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই রাজপথে অবস্থান নেন। রাজপথ লোকে পরিপূর্ণ হওয়ায় অলি-গলিতে ভাগ ভাগ হয়ে মিছিল-স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। তবে দুপুর ১২টার দিকে আসা বৃষ্টিতে নেতাকর্মীদের বেশ ভোগান্তি পোহাতে হয়। তারপরও নেতাকর্মীরা রাজপথ থেকে সরে যাননি।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক কালবেলাকে জানান, বুধবার সকাল থেকে আমাদের নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেছেন। দুপুর সাড়ে ১২টার আগে আমাদের নেতাকর্মীরা পল্টন এলাকার রাস্তাসহ আশপাশে অলিতে-গলিতে অবস্থান নিয়েছে।

এদিকে সকাল থেকেই ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপির সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তবে ঢাকার প্রবেশ মুখগুলোতে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে বিএনপি নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সাভারের বলিয়ারপুর, আমিনবাজার ও গাবতলী ব্রিজে পুলিশ বেশ কয়েকটি তল্লাশি চৌকি বসানো হয়েছে বলে জানা গেছে। সেখানে কয়েকদফা তল্লাশির পর মানুষদের রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে।

বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী অভিযোগ করে বলেন, নয়াপল্টনে বিএনপির সমাবেশে যাতে যোগ দিতে না পারে, সেজন্য গাবতলী-আমিন বাজারে সকল গাড়ি আটকে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ঢাকার দিকে রওনা হয়েছেন।

একই অবস্থা কদমতলীতেও। রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় প্রবেশ পথে যাত্রী পরিবহনে তল্লাশি চালিয়ে যাত্রীদের ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ 

বন্যাকবলিত সিলেটে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

ঝালকাঠি সদর হাসপাতালে পানির সংকট চরমে 

রোনালদোদের বিদায় করে সেমিতে ফ্রান্স

যে কারণে স্পেনের বিপক্ষে জার্মানিকে পেনাল্টি দেওয়া হয়নি

সিলেটে সাড়ে ২৮ লাখ টাকার মাদক জব্দ

দল সেমিতে গেলেও ইউরো শেষ পেদ্রির

জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই : জনপ্রশাসনমন্ত্রী 

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছয়টি পয়েন্টে ১০৬২ মিটার ঝুঁকিপূর্ণ

১০

বেলাবতে চায়না কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

১১

ক্রুসকে অবসরে পাঠিয়ে সেমিফাইনালে স্পেন

১২

তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ, শতাধিক বসতভিটা বিলীন

১৩

কোটার বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

১৪

কোটাবিরোধী আন্দোলন / ক্লাস বর্জনের ডাক দিচ্ছে জবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা 

১৫

ওয়ান বাংলাদেশের সন্মিলনে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়

১৬

দাবাকে ভালোবেসে, দাবার কোর্টেই প্রাণ

১৭

নিষিদ্ধ ভয়ংকর অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেট কে?

১৮

চিনিকলের আধুনিকায়নে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ এস আলম গ্রুপের

১৯

আ.লীগ নেতা বাবুল হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার 

২০
X