দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মিত ব্রিজের দৈর্ঘ্য বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি ১৫ মিটার ব্রিজের পরিবর্তে ১৮-২০ মিটারে বর্ধিত করার জন্য সুপারিশ করে।
মঙ্গলবার (৫ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, মাসুদ উদ্দিন চৌধুরী, শাহীন আক্তার, মোশতাক আহমেদ রুহী, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, মো. আবদুর রশীদ এবং আশ্রাফুন নেছা অংশগ্রহণ করেন।
বৈঠকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) বরাদ্দের অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে আগামী সভায় রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়।
মন্তব্য করুন