দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলামের মা মোমেনা বেগম আর নেই। সোমবার (০৪ মার্চ) রাতে পটুয়াখালী জেলার বাউফলের আয়লা গ্রামের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুর আগে স্বামী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মোমেনা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
মন্তব্য করুন